Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
January 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JANUARY 10, 2026
৫ম দেশ হিসেবে চন্দ্রবিজয়ের লক্ষ্যে নভোযান পাঠাল জাপান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 September, 2023, 05:55 pm
Last modified: 07 September, 2023, 06:07 pm

Related News

  • পর্যটক ও বিদেশি কর্মীদের প্রতি জাপান দিন দিন বিরূপ হয়ে উঠছে কেন?
  • ২০৫০ সালে যেভাবে সংকুচিত হবে জাপানের সমাজ
  • বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করছে জাপান
  • বাংলাদেশ–জাপান ইপিএ’র খসড়া চূড়ান্ত, আগামী মাসে সইয়ের সম্ভাবনা
  • জাপানের সামরিকায়নের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে নানকিং গণহত্যা স্মরণ করল চীন

৫ম দেশ হিসেবে চন্দ্রবিজয়ের লক্ষ্যে নভোযান পাঠাল জাপান

জাপান তার নভোযানটির নাম দিয়েছে ‘মুন স্নাইপার’। জাক্সা চন্দ্রপৃষ্ঠের নির্ধারিত অবতরণস্থলের ১০০ মিটারের মধ্যে স্লিমকে সফলভাবে নামানোর চেষ্টা করবে। ১০০ মিলিয়ন ডলারের (প্রায় এক হাজার ৯৯ কোটি টাকা) এ মিশনের লক্ষ্য আগামী ফেব্রুয়ারির মাঝে চন্দ্রজয় করা।
টিবিএস ডেস্ক
07 September, 2023, 05:55 pm
Last modified: 07 September, 2023, 06:07 pm
এইচ-আইআইএ রকেটের মাধ্যমে চাঁদের উদ্দেশ্যে নিজেদের নভোযান উৎক্ষেপণ করেছে জাপন। ৭ সেপ্টেম্বর, ২০২৩। ছবি: কিয়োডো/ভিয়া রয়টার্স

চাঁদ নিয়ে অনুসন্ধান চালাতে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নভোযান পাঠিয়েছে জাপান। নিজস্ব এইচ-আইআইএ রকেটে করে এ নভোযান উৎক্ষেপণ করা হয়েছে। খবর রয়টার্স-এর।

এর মাধ্যমে, সব ঠিক থাকলে, আগামী বছরের শুরুতে চাঁদে অবতরণকারী পঞ্চম দেশ হওয়ার যাত্রা শুরু করল জাপান।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) জানিয়েছে, পরিকল্পনামাফিক রকেটটি জাপানের দক্ষিণের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের পর রকেটটি থেকে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম) নামক নভোযানটিকে সফলভাবে মহাশূন্যে ছাড়া হয়েছে।

এর আগে গত মাসে আবহাওয়া খারাপ থাকার কারণে এক সপ্তাহে তিনবার উৎক্ষেপণটি স্থগিত করা হয়েছিল।

জাপান তার নভোযানটির নাম দিয়েছে 'মুন স্নাইপার'। জাক্সা চন্দ্রপৃষ্ঠের নির্ধারিত অবতরণস্থলের ১০০ মিটারের মধ্যে স্লিমকে সফলভাবে নামানোর চেষ্টা করবে। ১০০ মিলিয়ন ডলারের (প্রায় এক হাজার ৯৯ কোটি টাকা) এ মিশনের লক্ষ্য আগামী ফেব্রুয়ারির মাঝে চন্দ্রজয় করা।

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চন্দ্রযান-৩- মিশনের মাধ্যমে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে নভোযান অবতরণের দুই সপ্তাহ পর জাপান তার চন্দ্রবিজয়াভিযান শুরু করল।

এর আগে গত বছর চাঁদে অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল জাপান। নভেম্বরে অমোতেনাশি ল্যান্ডারের সঙ্গে জাক্সা'র যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে অবতরণের চেষ্টা বাদ দিতে হয়। এছাড়া এপ্রিলে জাপানি স্টার্টআপ আইস্পেস-এর তৈরি হাকুতো-আর মিশন ১ ল্যান্ডারটি চন্দ্রপৃষ্ঠে নামতে গিয়ে বিধ্বস্ত হয়।

বৃহস্পতিবার এইচ-আইআইএ রকেটে করে জাপান এক্স-রে ইমেজিং অ্যান্ড স্পেক্ট্রোস্কপি মিশন (এক্সরিজম) নামক একটি স্যাটেলাইটও পাঠিয়েছে। এটি জাক্সা, নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি'র যৌথ প্রকল্প।

এইচ-আইআইএ রকেটিটি তৈরি ও উৎক্ষেপণের দায়িত্বে ছিল জাপানি কোম্পানি মিতসুবিশি। ২০০১ সালের পর থেকে এখন পর্যন্ত ৪৭টি এইচ-আইআইএ মহাকাশে উৎক্ষেপণ করেছে জাপান। এ রকেটের সাফল্যের হার প্রায় ৯৮ শতাংশ।

এ দশকের শেষের দিকে চাঁদে নিজেদের নভোচারী পাঠাতে চায় জাপান।

পৃথিবীবাসীর চাঁদে অভিযান

এখন পর্যন্ত বিশ্বের মোট চারটি দেশ — রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও ভারত — সফলভাবে চাঁদে নিজেদের নভোযান অবতরণ করাতে পেরেছে।

প্রথম দেশ হিসেবে ১৯৫৯ সালে রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) সফলভাবে চন্দ্রপৃষ্ঠে নিজেদের লুনা ২ নভোযান অবতরণ করায়। এর মাধ্যমে মানুষের তৈরি কোনো বস্তু প্রথমবারের মতো চাঁদের পৃষ্ঠ স্পর্শ করেছিল।

আর চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম সফলভাবে নভোযান অবতরণ করানো দেশ ভারত। এ বছরের ২৩ আগস্ট নিজেদের দ্বিতীয় প্রচেষ্টায় চন্দ্রযান-৩ মিশনের মাধ্যমে নিজেদের নভোযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করিয়ে চতুর্থ চন্দ্রবিজয়ী দেশের খেতাব পায় ভারত।

চাঁদে নভোযান অবতরণে দ্বিতীয় দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৬৬ সালের মে মাসে দেশটির সার্ভেয়র ১ নভোযান চাঁদের বুকে অবতরণ করে। এর তিন বছর পর, ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদে মানুষ পাঠায় মার্কিন মহাকাশ গবেষণাসংস্থা নাসা। তারপর থেকে এখন পর্যন্ত আর কোনো দেশ চাঁদে মানুষ পাঠায়নি।

অ্যাপোলো ১১-এর নভোচারী নিল আর্মস্ট্রং প্রথম মানব হিসেবে ১৯৬৯ সালের ২১ জুলাই চাঁদের বুকে পদার্পণ করেন। চাঁদে পা রাখার মুহূর্তে তিনি তার সেই বিখ্যাত লাইনটি বলেছিলেন — 'মানবের জন্য ছোট্ট একটি পদক্ষেপ, মানবজাতির জন্য বিশাল এক লাফ।'

মিশনটির তিন নভোচারীর মধ্যে আর্মস্ট্রংয়ের পরপরই চাঁদে নামেন এডউইন 'বাজ' অলড্রিন। মিশনের অপর নভোচারী মাইকেল কলিন্স চাঁদে নামেননি, তবে তিনি মূল নভোযান কলম্বিয়ায় চড়ে চাঁদের চারপাশ প্রদক্ষিণ করেছিলেন।

২০১৩ সালের ডিসেম্বরে তৃতীয় দেশ হিসেবে চীনের চ্যাংগি-৩ নভোযান চাঁদে অবতরণ করে। এরপর ২০১৯ সালে দেশটির চ্যাংগি-৪ নভোযান প্রথমবারের মতো চাঁদের অন্ধকারাচ্ছন্ন অংশে (যা পৃথিবী থেকে দেখা যায় না) সফলভাবে নামে।

ভারতের চন্দ্রযান-৩ মিশনের এক সপ্তাহের কম সময় আগে রাশিয়া চাঁদে অবতরণের উদ্দেশ্যে লুনা-২৫ মিশন পরিচালনা করেছিল। কিন্তু দীর্ঘ ৪৭ বছর পর নেওয়া রুশ এ উদ্যোগ ব্যর্থ হয় — লুনা-২৫ অবতরণের কক্ষপথ নিয়ে জটিলতার মুখে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে বিধ্বস্ত হয়।

সবমিলিয়ে ১৯৬৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মোট ২৪ জন মার্কিন নভোচারী পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত ভ্রমণ করেছেন। তবে এদের মধ্যে ১২ জন পুরুষ নভোচারী চাঁদের বুকে হেঁটেছেন।

তারা সবাই বিভিন্ন অ্যাপোলো মিশনের নভোচারী। অ্যাপোলো ১১ মিশন বাদে অন্য নভোচারীরার হলেন পিট কনার্ড, অ্যালান বিন (অ্যাপোলো ১২); অ্যালান শেপার্ড, এডগার মিচেল (অ্যাপোলো ১৪); ডেভিড স্কট, জেমস আরউইন (অ্যাপোলো ১৫); জন ইয়াং, চার্লস ডিউক (অ্যাপোলো ১৬); এবং জিন সার্নান, হ্যারিসন শ্মিট (অ্যাপোলো ১৭)।


তথ্যসূত্র: নাসা, রয়্যাল মিউজিয়াম গ্রিনিচ

Related Topics

টপ নিউজ

চাঁদে অভিযান / চন্দ্রাভিযান / চাঁদে অবতরণ / চাঁদ / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নির্বাচন থেকে সরে দাঁড়ালেন 'পলাতক' আ. লীগ নেতা, আবারও ফিরছেন বিএনপিতে
  • ছবি: রয়টার্স
    পর্যটক ও বিদেশি কর্মীদের প্রতি জাপান দিন দিন বিরূপ হয়ে উঠছে কেন?
  • ছবি: সংগৃহীত
    পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংকটে থাকা দেশীয় স্পিনিং মিল রক্ষায় আমদানি নিয়ন্ত্রণ ও প্রণোদনা বিবেচনা করছে সরকার
  •  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত
    জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারের ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা কি গণভোটের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে?

Related News

  • পর্যটক ও বিদেশি কর্মীদের প্রতি জাপান দিন দিন বিরূপ হয়ে উঠছে কেন?
  • ২০৫০ সালে যেভাবে সংকুচিত হবে জাপানের সমাজ
  • বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করছে জাপান
  • বাংলাদেশ–জাপান ইপিএ’র খসড়া চূড়ান্ত, আগামী মাসে সইয়ের সম্ভাবনা
  • জাপানের সামরিকায়নের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে নানকিং গণহত্যা স্মরণ করল চীন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন 'পলাতক' আ. লীগ নেতা, আবারও ফিরছেন বিএনপিতে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পর্যটক ও বিদেশি কর্মীদের প্রতি জাপান দিন দিন বিরূপ হয়ে উঠছে কেন?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত

4
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংকটে থাকা দেশীয় স্পিনিং মিল রক্ষায় আমদানি নিয়ন্ত্রণ ও প্রণোদনা বিবেচনা করছে সরকার

5
 ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারের ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা কি গণভোটের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net