Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
December 16, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, DECEMBER 16, 2025
জি-২০ নৈশভোজের আমন্ত্রণপত্রে দেশের নাম 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত'

আন্তর্জাতিক

আল জাজিরা
06 September, 2023, 12:50 pm
Last modified: 06 September, 2023, 02:36 pm

Related News

  • ‘কাজ নেই’; জৌলুস হারিয়ে ‘মৃতপ্রায়’ বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ভাঙার ইয়ার্ড ভারতের আলাং
  • বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেব: হাসনাত
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • কলকাতার হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের সংখ্যা সামান্য বেড়েছে
  • বাংলাদেশের স্বার্থ পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয় না: ভারত

জি-২০ নৈশভোজের আমন্ত্রণপত্রে দেশের নাম 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মকর্তারা দেশের নাম পরিবর্তনকে সমর্থন করেছেন। তাদের যুক্তি এই যে- 'ইন্ডিয়া' নামটি ব্রিটিশ ঔপনিবেশিকরা প্রবর্তন করেছিলেন এবং এটি একটি 'দাসত্বের প্রতীক'।
আল জাজিরা
06 September, 2023, 12:50 pm
Last modified: 06 September, 2023, 02:36 pm
ছবি: এক্স (প্রাক্তন টুইটার) প্ল্যাটফর্মে শশী থারুরের পোস্ট থেকে নেওয়া।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলন উপলক্ষে বিদেশি অতিথিদের সম্মানে আয়োজিত নৈশভোজের আমন্ত্রণপত্রে দেশের নাম 'ইন্ডিয়া'র পরিবর্তে সংস্কৃত শব্দ 'ভারত' লিখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। শুধু তাই নয়, ২০তম আসিয়ান-ইন্ডিয়া সম্মেলনে এবং ১৮তম পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দিতে বুধবার এবং বৃহস্পতিবার ইন্দোনেশিয়া যাবেন নরেন্দ্র মোদি; সেখানেও সরকারি নথিতে তাকে 'প্রাইম মিনিস্টার অব ভারত' বলে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁসহ আরও অনেক বিশ্বনেতা এই সম্মেলনে যোগ দেবেন।

সম্মেলন উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিদেশি অতিথিদের সম্মানে আগামী ৯ সেপ্টেম্বর এক নৈশভোজের আয়োজন করেছেন। কিন্তু আমন্ত্রণপত্রের ছবি প্রকাশিত হওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে ভারতের নাম পরিবর্তন করা হবে কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

১.৪ বিলিয়নের বেশি জনসংখ্যার দেশ ভারত সরকারিভাবে দুটি নামেই পরিচিত- ইন্ডিয়া এবং ভারত। তবে 'ইন্ডিয়া' নামটিই দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে বেশি ব্যবহৃত হয়। দেশটির আরও একটি নাম হলো 'হিন্দুস্তান', যা সাহিত্যে এবং পপ-সংস্কৃতিতে দেখা যায়। 

'ভারত' একটি প্রাচীন সংস্কৃত শব্দ। এটি 'ইন্ডিয়া'র হিন্দি পরিভাষা হিসেবেও ব্যবহৃত হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মকর্তারা দেশের নাম পরিবর্তনকে সমর্থন করেছেন। তাদের যুক্তি এই যে- 'ইন্ডিয়া' নামটি ব্রিটিশ ঔপনিবেশিকরা প্রবর্তন করেছিলেন এবং এটি একটি 'দাসত্বের প্রতীক'। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভের আগ পর্যন্ত ব্রিটিশরা প্রায় ২০০ বছর ভারত শাসন করেছিল।

দীর্ঘদিন ধরেই ভারতের মোগল ও ঔপনিবেশিক অতীতের সঙ্গে সম্পর্কিত সকল নাম মুছে ফেলার চেষ্টা করছে বিজেপি। সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ ভারত থেকে সরে এসে বিজেপি সরকার একটি জাতিগত হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতীয়তাবাদী এজেন্ডা নিয়ে এগোচ্ছে বলে অভিযোগ রয়েছে।

Look at how confused the Modi government is! The Prime Minister of Bharat at the 20th ASEAN-India summit.

All this drama just because the Opposition got together and called itself INDIA ??‍♂️ pic.twitter.com/AbT1Ax8wrO— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 5, 2023

মোদির দলের নেতাদের প্রতিবাদের পর ২০১৫ সালে নয়াদিল্লির বিখ্যাত আওরঙ্গজেব রোডের নাম বদলে ড. এপিজে আব্দুল কালাম রোড রাখা হয়।

নয়াদিল্লির কেন্দ্রে অবস্থিত, ঔপনিবেশিক আমলের একটি এভিনিউ যা আনুষ্ঠানিক সামরিক কুচকাওয়াজের জন্য ব্যবহৃত হতো, গতবছর সেটিরও নতুন নামকরণ করে সরকার।

মোদি সরকারের ভাষ্যমতে, ভারতের হিন্দু অতীতকে পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে নাম পরিবর্তন করা হচ্ছে।

"It is a proud moment for every Indian to have 'The President of Bharat' written on the invitation card for the dinner to be held at Rashtrapati Bhavan during the G20 Summit," tweets Uttarakhand CM Pushkar Singh Dhami pic.twitter.com/kXVVYbPQ7B— ANI (@ANI) September 5, 2023

এদিকে জি-২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্রের ছবি এক্স-এ(প্রাক্তন নাম টুইটার) শেয়ার করে বিজেপি নেতা ও উত্তরাখন্ডের নির্বাচিত একজন শীর্ষ কর্মকর্তা পুস্কর সিং ধামি লিখেছেন, "দাসত্ববাদী মানসিকতার ওপর আরও একটি চপেটাঘাত।"

তবে ভারতের বিরোধী দলগুলো ইতোমধ্যেই সরকারের এ পদক্ষেপের সমালোচনা করেছে।

প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা জয়রাম রমেশ এক্স-এ (প্রাক্তন নাম টুইটার) লিখেছেন, "জি-২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি ভবন আগামী ৯ সেপ্টেম্বর নৈশভোজের আয়োজন করেছে, যেখানে চিরাচরিত 'প্রেসিডেন্ট অব ইন্ডিয়া'র পরিবর্তে 'প্রেসিডেন্ট অব ভারত' লেখা হয়েছে। সংবিধানের ১ নং আর্টিকেলে বলা হয়েছে: ভারত, অর্থাৎ ইন্ডিয়া একটি ইউনিয়ন অব স্টেটস। কিন্তু এবার এই 'ইউনিয়ন অব স্টেটস' হুমকির মুখে।"

কংগ্রেসের আইনপ্রণেতা শশী থারুর বলেছেন, ভারতীয়দের উচিত "ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং বিশ্বজুড়ে স্বীকৃত, এমন একটি নাম পরিবর্তনের বদলে দুটি নামই (ইন্ডিয়া ও ভারত) ব্যবহার করা।"

"যদিও সাংবিধানিকভাবে ইন্ডিয়াকে 'ভারত' বলতে কোনো আপত্তি নেই, কারণ দেশের দুটি সরকারিভাবে প্রচলিত নামের মধ্যে 'ভারত' একটি। তবে আমি আশা করি, সরকার এতটাও বোকা নয় যে বহু শতাব্দী ধরে যেই 'ইন্ডিয়া' নামটির গুরুত্বপূর্ণ ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, সেটিকে পুরোপুরি বাতিল করে দেবে", যোগ করেন তিনি।

এদিকে, বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পত্র আসিয়ান-ইন্ডিয়া সম্মেলনে এবং পূর্ব এশিয়া সম্মেলনের নোটটি এক্স-এ পোস্ট করার সাথেসাথেই এর সমালোচনা করেন কংগ্রেসের নেতারা।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ একই প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, "দেখুন, মোদি সরকার কতটা বিভ্রান্ত! 'প্রাইম মিনিস্টার অব ভারত' যাচ্ছেন ২০তম আসিয়ান-ইন্ডিয়া সম্মেলনে যোগ দিতে। বিরোধীরা একসঙ্গে এসেছে এবং তারা জোটের নাম রেখেছে ইন্ডিয়া। শুধুমাত্র সে কারণেই এখন দেশের নাম পরিবর্তন নিয়ে নাটক করা হচ্ছে।''  

'The Prime Minister Of Bharat' pic.twitter.com/lHozUHSoC4— Sambit Patra (@sambitswaraj) September 5, 2023

অন্যদিকে, বিজেপি প্রেসিডেন্ট জগত প্রকাশ নাড্ডা কংগ্রেস পার্টির কড়া সমালোচনা করে এক্স-এ লিখেছেন, "দেশের সম্মান ও গৌরবের সঙ্গে জড়িত প্রতিটি বিষয়ে কেন কংগ্রেসের এত আপত্তি? এটা তো পরিষ্কার যে কংগ্রেস দেশকে সম্মান করে না এবং একইসঙ্গে দেশের সংবিধান বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সম্মান করে না।"

গত জুলাইয়ে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে কংগ্রেস-সহ দেশের ২৬টি বিরোধী দলের নেতারা মিলে 'ইন্ডিয়া' নামে একটি নতুন জোট ঘোষণা করেছেন। এই 'ইন্ডিয়া'র পূর্ণ রূপ হলো ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। ২০২৪ সালের নির্বাচনে নরেন্দ্র মোদিকে তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়া ঠেকাতে এবং তার দল বিজেপিকে পরাজিত করতে এই জোট গঠন করেছেন তারা। এরপর থেকেই 'ইন্ডিয়া' বনাম 'ভারত' নিয়ে বিরোধ তুঙ্গে উঠেছে।

এ ঘটনার পর থেকেই মোদির দলের কোনো কোনো নেতা দেশের নাম 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত' রাখার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার একাধিক ভারতীয় গণমাধ্যম বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চলতি মাসে সংসদে বিশেষ অধিবেশনে এ বিষয়ে একটি প্রস্তাব দিতে পারে সরকার।

তবে এখন পর্যন্ত আগামী ১৮-২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য অধিবেশনের এজেন্ডা প্রকাশ করেনি সরকার।      

Related Topics

টপ নিউজ

ভারত / ইন্ডিয়া / ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি / নাম পরিবর্তন / বিতর্ক / জি-২০ সম্মেলন / নৈশভোজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২১ জানুয়ারির মধ্যে বাজার থেকে কিটক্যাট চকলেটের লট অপসারণের নির্দেশ
  • প্রতীকী ছবি: আনস্প্ল্যাশ
    এনইআইআর চালু হচ্ছে ১ জানুয়ারি, হ্যান্ডসেট নিবন্ধনের সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত
  • অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ফাইল ছবি: সংগৃহীত
    তাহলে সেই বাকস্বাধীনতা কোথায় গেল: মামলার প্রতিক্রিয়ায় শাওন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপে খনন কাজ শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ছবি: টিবিএস
    সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে  
  • ছবি: টিবিএস
    ওসমান হাদিকে হত্যাচেষ্টা: মূল সন্দেহভাজন ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী ৫ দিনের রিমান্ডে

Related News

  • ‘কাজ নেই’; জৌলুস হারিয়ে ‘মৃতপ্রায়’ বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ভাঙার ইয়ার্ড ভারতের আলাং
  • বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেব: হাসনাত
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • কলকাতার হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের সংখ্যা সামান্য বেড়েছে
  • বাংলাদেশের স্বার্থ পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয় না: ভারত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২১ জানুয়ারির মধ্যে বাজার থেকে কিটক্যাট চকলেটের লট অপসারণের নির্দেশ

2
প্রতীকী ছবি: আনস্প্ল্যাশ
বাংলাদেশ

এনইআইআর চালু হচ্ছে ১ জানুয়ারি, হ্যান্ডসেট নিবন্ধনের সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

3
অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তাহলে সেই বাকস্বাধীনতা কোথায় গেল: মামলার প্রতিক্রিয়ায় শাওন

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপে খনন কাজ শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে  

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: মূল সন্দেহভাজন ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী ৫ দিনের রিমান্ডে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net