বাইডেনের নিরাপত্তা সংক্রান্ত ফাইল পাওয়া গেল বেলফাস্টের রাস্তায়!

উত্তর আয়ারল্যান্ডের পুলিশের জন্য গত কয়েক দশকের মধ্যে অন্যতম বড় অভিযান ছিল এক ভিআইপিকে সুরক্ষিত করা। তিনি আর কেউ নন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু গত বুধবার 'বিল' নামের এক ব্যক্তি বেলফাস্ট্রের রাস্তা থেকে বেলফাস্ট পুলিশ বিভাগের বাইডেনের নিরাপত্তা সম্পর্কিত পরিকল্পনার একটি ডকুমেন্ট খুঁজে পান।
প্রেসিডেন্ট জো বাইডেন যে হোটেলে অবস্থান করেছিলেন, তার পাশ থেকে উদ্ধার করা এই ডকুমেন্টে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের নাম এবং মোবাইল নম্বরের পাশাপাশি কোন রাস্তায় কতজন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে, কোন রাস্তা জনসাধারণের জন্য ব্লক করা রাখা হয়েছে, কোথায় কোথায় কী কী নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে তার বিস্তারিত বর্ণনা ছিল।
বিবিসির রেডিওতে এক সাক্ষাৎকারে বিল নামক সেই ব্যক্তি জানান, "এটা শুনলে অদ্ভুত মনে হতে পারে। কিন্তু এটা সত্যি।"
উত্তর আয়ারল্যান্ডের পুলিশের এই ডকুমেন্ট ফাঁস হয়ে যাওয়ার পর দেশটির আইন রক্ষাকারী বাহিনীর জন্য লজ্জাজনক হলেও যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্টের তিন দিনের সফরের প্রথম দিন কোনো ঝামেলা ছাড়াই ঠিকঠাকভাবে সমাপ্ত হয়েছে।
বাইডেন বুধবার তার পূর্বনির্ধারিত সময় অনুযায়ীই বেলফাস্ট ছেড়ে ডাবলিনে পৌঁছেছেন, যেখানে তার সফর শেষ হবে।
কীভাবে একটি নিরাপত্তা তথ্যসম্বলিত ডকুমেন্ট রাস্তায় পৌঁছালো?
নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হলেও ইউএস সিক্রেট সার্ভিস ঘটনাটিকে তেমন গুরুত্ব দেয়নি এবং স্থানীয় কর্তৃপক্ষের ওপর তাদের বিশ্বাস আছে বলে জানিয়েছে।
এক বিবৃতিতে তারা জানায়, "প্রেসিডেন্টের নিরাপত্তা সম্পর্কিত তথ্য নিয়ে আমরা আলোচনা করিনি এবং এই ঘটনার পরও প্রেসিডেন্টের চলাচলের ওপর কোনো প্রভাব ফেলেনি।"
বাইডেনের এই সফরের তদারকি করা সিক্রেট সার্ভিসের স্পেশাল এজেন্ট জসেলিন কিয়াভেনি উত্তর আয়ারল্যান্ডের পুলিশ বিভাগকে প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য এক 'নিবেদিত দল' বলে অ্যাখ্যা দিয়েছেন। কিয়াভেনি এক বিবৃতিতে বলেন, "সিক্রেট সার্ভিস তাদের অংশীদারদের সাহায্যে পৃথিবীতে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে। প্রেসিডেন্টের সফরের সময় তাদের এই সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ।"
তবে কীভাবে এই ডকুমেন্ট বেলফাস্টের রাস্তায় পৌঁছালো তা এখনও একটি রহস্য। তবে স্থানীয় গণমাধ্যমকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কোন স্থানীয় পুলিশ কর্মকর্তার পকেট থেকে কাগজটি পড়ে যেতে পারে। এই ঘটনা দেখিয়ে দিয়েছে কীভাবে কয়েক সপ্তাহ ধরে করা নিরাপত্তা পরিকল্পনা একটি কাগজের এদিক-ওদিকে ভণ্ডুল হয়ে যেতে পারে।
মার্কিন প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়ার জন্য 'অপ রনদোলেতো' নামের এই অপারশনের সাথে জড়িত ছিল ৩,০০০ স্থানীয় পুলিশ কর্মকর্তা। 'অফিশিয়াল সেনসিটিভ' ছাপের এই ডকুমেন্টে অবশ্য মার্কিন প্রেসিডেন্তের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের পরিকল্পনার কোনো তথ্য ছিল না।
সূত্র: ইউএসএটুডে