গণমাধ্যমে দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনা ফাঁস করায় ট্রুডোর ওপর ক্ষিপ্ত শি জিনপিং

ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের আলোচনা গণমাধ্যমে আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর রয়টার্সের।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সম্মেলনের ফাঁকে ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে জিনপিং। বুধবার (১৬ অক্টোবর) সম্মেলনের দিন ট্রুডোকে পেয়ে আগের বৈঠকের কথা ফাঁস হওয়ার বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
কানাডার একটি সম্প্রচার মাধ্যমে জিনপিং ও ট্রুডোর মধ্যে কথোপকথনের একটি ভিডিও প্রকাশ পেলে তাতে দেখা যায় অনুবাদকের সাহায্য নিয়ে ট্রুডোকে উদ্দেশ্য করে কথা বলছেন জিনপিং।
স্মিত হেসে মান্দারিন ভাষায় তিনি ট্রুডোকে বলেন, "এটা ঠিক হয়নি। এরকম করার কথা ছিল না।"
জিনপিং বলেন, "আন্তরিকতা থাকলে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে যোগাযোগ করব। তা না হলে এর ফলাফল আসবে না"।
ভিডিওতে দেখা যায় জিনপিং-এর সঙ্গে থাকা দোভাষী আরও বলছেন, "আমরা যা আলোচনা করেছি সবই পত্রিকাগুলো ফাঁস করেছে। এটা ঠিক না"।
ট্রুডো এই সমালোচনার পরিপ্রেক্ষিতে বলেন, "কানাডায় আমরা স্বাধীন, মুক্ত ও স্পষ্ট আলোচনায় বিশ্বাসী। আমাদের এভাবেই এগিয়ে চলতে হবে। আমরা আরও গঠনমূলকভাবে একসঙ্গে কাজ করে যাব। তবে এমন অনেক বিষয় আসবে যেখানে আমাদের মতের মিল থাকবে না"।
কিন্তু ট্রুডোর কথা শেষ হওয়ার আগেই শি জিনপিং কিছুটা উত্তেজিত হয়ে বলেন, আগে সেসব শর্ত বা অবস্থা তৈরি করুন, ঠিক আছে? এরপর তিনি হেসে, ট্রুডোর সঙ্গে হাত মিলিয়ে চলে যান।