বেগুন বরিস স্থলাভিষিক্ত হবেন লেটুস লিজের! ক্যারিবিয়ানের ছুটি রেখে ছুট বরিস জনসনের

কে হতে চলেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী? মাত্র ৪৫ দিন ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা লিজ ট্রাসের আকস্মিক পদত্যাগের ঘোষণার পর দেশটি জুড়ে এই প্রশ্ন আলোচনার ঝড় তুলেছে। খবর ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের।
এখনও পর্যন্ত শুধু সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেনি মরডান্ট প্রধানমন্ত্রী পদে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও পিছিয়ে নেই।
সমর্থনকারীরা বলছেন সাবেক প্রধানমন্ত্রী বরিসের 'অসমাপ্ত কাজ' রয়েছে। তাই তো প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের জন্য ক্যারিবিয়ান থেকে ছুটে আসছেন সস্ত্রীক ছুটিতে থাকা এই সাবেক নেতা। সবকিছু দেখে মনে হচ্ছে চ্যালেঞ্জের জন্য একেবারে প্রস্তুত 'বোজো' (বরিস জনসন)।
বাণিজ্যমন্ত্রী স্যার জেমস ডাড্রিজ গতকাল (অক্টোবর ২১) জানান, একের পর এক মন্ত্রীর পদত্যাগের পর চাপের মুখে মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেওয়া বরিস তাকে বলেন, 'আমরা লড়াইয়ে নামতে যাচ্ছি'।
'আমি ফিরে আসছি, ডাডার্স, আমরা লড়াইয়ে নামছি। আমি প্রস্তুত', জানান ডাড্রিজ।
ব্রিটিশ কোম্পানি বুকিস ল্যাডব্রোকস বলছে 'লেটুস' লিজের স্থলাভিষিক্ত করার ৬০ শতাংশ সম্ভাবনা রয়েছে 'বেগুন' বরিসের।
ঠিক সাত সপ্তাহ আগে একাধিক কেলেঙ্কারির জের ধরে বাধ্য হয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বরিস। এরপর তার স্থলাভিষিক্ত হন ট্রাস।
এখন যারা ট্রাসের স্থলাভিষিক্ত হতে চান আগামী সোমবারের মধ্যে তাদের কনজারভেটিভ আইনপ্রণেতাদের কাছ থেকে ১০০টি মনোনয়ন নিশ্চিত করতে হবে। এরপর আগামী সোমবার কিংবা শুক্রবারে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
বরিসের পাশাপাশি ঋষি সুনাকের নামও শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। সাবেক অর্থমন্ত্রী সুনাক এর আগে ট্রাসের কাছে হেরে গিয়েছিলেন।
বরিসের সমর্থনে রয়েছেন মন্ত্রীসভার জেকব রিস মগ, সাইমন ক্লার্ক এবং বেন ওয়ালেস। ব্যবসায় সচিব রিস মগ 'বরিস অর বাস্ট' হ্যাশট্যাগ দিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, 'আমি বরিসকে সমর্থন করছি।'
এছাড়াও বাণিজ্য সচিব অ্যান মেরি টেভেলিয়ান বরিসকে সমর্থন করে লেখেন, 'তিনি (বরিস) দেশের জন্য কাজ করে যেতে পারবেন এবং ইতোমধ্যে তার একটি ম্যান্ডেট রয়েছে।' ব্রিংব্যাকবরিস হ্যাশট্যাগ দিয়ে তিনি আরও লেখেন, 'এটিই তাকে ফিরিয়ে আনার সময়।'
এদিকে বরিস দলকে ধ্বংস করে দিতে পারে বলে সতর্ক করেছেন এমপি জেসি নরম্যান। তিনি বলেন, 'আমি সুচিন্তিতভাবে বলছি বরিসকে বাছাই করা হবে একটা চূড়ান্ত সর্বনাশা সিদ্ধান্ত।'
সাবেক টরি নেতা লর্ড উইলিয়াম হেগও এরকম সতর্কবার্তা দিয়েছেন। তার মতে, বরিসকে বেছে নেওয়া দলকে 'মৃত্য কুণ্ডলী'তে নিয়ে যাবে।
যাই হোক, অন্যান্য প্রর্থীর মতো আগামী সোমবারের আগে লিডারশিপ ব্যালটে ১০০টি মনোনয়ন দরকার হবে বরিসের।