Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
November 08, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, NOVEMBER 08, 2025
কিছু নস্টালজিয়া আর বহু প্রত্যাশা নিয়ে ফিরল নতুন কুঁড়ি

ফিচার

রেহনুমা শাহরিন
05 November, 2025, 10:35 am
Last modified: 05 November, 2025, 10:38 am

Related News

  • সংসদীয় আসনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একই প্ল্যাটফর্মে ইশতেহার পাঠ করতে হবে
  • বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিত ও গণমাধ্যম নীতিমালা পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি
  • ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ২ জুন; বিটিভিতে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা
  • বিটিভি, বাসস ও বেতারকে একীভূত করে একটি প্রতিষ্ঠান করার সুপারিশ কমিশনের
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ

কিছু নস্টালজিয়া আর বহু প্রত্যাশা নিয়ে ফিরল নতুন কুঁড়ি

দক্ষিণ এশিয়ার প্রথম রিয়েলিটি শো নতুন কুঁড়ি ১৯৭৬ সালে প্রথম প্রচারিত হয় এবং ২০০৬ সাল পর্যন্ত চলে। এখন, নতুন প্রজন্মের প্রতিভা লালন করতে এটি আবারও ফিরে এসেছে।
রেহনুমা শাহরিন
05 November, 2025, 10:35 am
Last modified: 05 November, 2025, 10:38 am
ছবি: মেহেদী হাসান

আপনি যদি ৯০-এর দশকের সন্তান হন এবং টেলিভিশনের সেই যুগ মনে রাখেন, তবে 'আমরা নতুন, আমরা কুঁড়ি' গানটি আপনাকে স্মৃতিকাতর করতে বাধ্য। রিয়েলিটি শো নতুন কুঁড়ির এই থিম সংটি বিটিভির স্বর্ণযুগের কথা মনে করিয়ে দেয়।

তবে, দীর্ঘ ২০ বছর ধরে এই সুরটি নীরব ছিল। দক্ষিণ এশিয়ার প্রথম রিয়েলিটি শো হিসাবে ১৯৭৬ সালে এটি প্রথম প্রচারিত হয় এবং ২০০৬ সাল পর্যন্ত চলে। এখন, নতুন প্রজন্মের প্রতিভা লালন করতে এটি আবারও ফিরে এসেছে। নব্বইয়ের দশকে নতুন কুঁড়ি দ্রুতই বিটিভির অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান এবং দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য একটি স্বপ্নের মঞ্চে পরিণত হয়েছিল।

এর সাবেক প্রতিযোগীদের অনেকেই টেলিভিশন, থিয়েটার এবং সংগীতে জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— তারানা হালিম, রুমানা রশিদ, ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার, সামিনা চৌধুরী, মেহবুবা মাহনূর চাঁদনী প্রমুখ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি নিজেও ৯০-এর দশকের সন্তান। আজ, নতুন কুঁড়ির সেই ছোট্ট ভক্তটি একসময় যে সেটটি দেখতেন, সেখানেই হেঁটে প্রবেশ করছেন—তবে এবার বিচারক হিসেবে। তিনি বলেন, 'নতুন কুঁড়ির ঐতিহ্য এতটাই বিশাল যে প্রায় ২০ বছর ধরে বন্ধ থাকার পরও, এর আইকনিক থিম সং আমরা নতুন, আমরা কুঁড়ি শুনলে এখনও অন্যরকম অনুভূতি হয়, যা এক গভীর স্মৃতিকাতরতা জাগিয়ে তোলে।'

বিচারক প্যানেল ৯০-এর দশকের অনেক পরিচিত মুখকে নিয়ে ফিরে এসেছে। অভিনয় বিভাগে আছেন আবুল হায়াত ও ডলি জহুর, নজরুল সঙ্গীতে ফাতেমা-তুজ-জোহরা, আধুনিক গানে ন্যান্সি ও আগুন, এবং সাধারণ নৃত্যে 'নতুন কুঁড়ি'-র সাবেক বিজয়ী চাঁদনী। বিটিভি নিশ্চিত করেছে, প্রতিটি পারফরম্যান্স যত্ন ও দক্ষতার সঙ্গে মূল্যায়ন করা হবে।

অনেক বেশি প্রত্যাশা

স্বাধীনতার পর ১৯৭৬ সালে মুস্তাফা মনোয়ারের প্রযোজনায় নতুন কুঁড়ি শুরু হয়। 

অনুষ্ঠানটির নাম কবি গোলাম মোস্তফার 'কিশোর' কবিতা থেকে নেওয়া হয়েছিল, এবং এই কবিতার প্রথম পনেরোটি লাইন অনুষ্ঠানের থিম সং হিসেবে ব্যবহৃত হতো। এটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সর্বস্তরের ছোট ছেলেমেয়েরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্প বলা ইত্যাদির মাধ্যমে তাদের প্রতিভা প্রকাশের একটি মঞ্চ খুঁজে পেয়েছিল।

কিন্তু প্রায় দুটি প্রজন্ম অনুষ্ঠানটি ছাড়াই বড় হয়েছে। তারা এমন একটি অনুষ্ঠানের সঙ্গে অপরিচিত, যা একসময় বাংলাদেশে শৈশবের সৃজনশীলতাকে সংজ্ঞায়িত করত।

বিচারক প্যানেল নতুন কুঁড়ির প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী। আবুল হায়াত মন্তব্য করেন, 'আমরা আশা করছি যে, আগের মতো এখান থেকেও কিছু ভালো শিল্পী বেরিয়ে আসবে। ইতিবাচক দিক হলো এটি আবার শুরু হয়েছে, এবং অংশগ্রহণকারীরা আরও ভালো করার জন্য প্রভাবিত হবে।'

জনপ্রিয় সংগীতশিল্পী আগুনও একই অনুভূতির কথা ব্যক্ত করেন। তিনি বলেন, 'আল্লাহকে ধন্যবাদ যে এটি শুরু হয়েছে। আমি আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ বিটিভি একটি মূল টেলিভিশন চ্যানেল যার দর্শকশ্রেণি অত্যন্ত বৈচিত্র্যময় এবং এর প্রচার পরিধি সবচেয়ে বিস্তৃত। একটি সফল প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রচার এবং গণমানুষের কাছে পৌঁছানো প্রয়োজন, যা বিটিভির আছে।'

যদিও তরুণ প্রজন্মের সাংস্কৃতিক চর্চায় আগ্রহ কমে যাওয়া নিয়ে প্রায়ই উদ্বেগ দেখা যায়, আবুল হায়াত আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। তিনি বলেন, 'ওই বাচ্চাদের এত ভালোভাবে পারফর্ম করতে দেখে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি। সবাই একই স্রোতে গা ভাসায় না; কেউ কেউ এখনও দেশীয় সাংস্কৃতিক চর্চায় নিজেদের নিয়োজিত রাখে। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে এর পেছনে তাদের মায়ের অবদান রয়েছে।'

একই আশাবাদ নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরার কথায়ও প্রতিধ্বনিত হয়। তিনি বলেন, 'যেহেতু এটি একটি জাতীয় প্রতিযোগিতা, এর একটি বৃহত্তর প্রভাব রয়েছে এবং এটি সবার জন্য উন্মুক্ত। আমি এটি নিয়ে সত্যিই আশাবাদী। এখন পর্যন্ত, আমি এই বাচ্চাদের খুব ভালোভাবে পারফর্ম করতে দেখেছি। কারও কারও কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা সঠিক প্রশিক্ষণ ছাড়াই অসাধারণ সম্ভাবনা রয়েছে।'

বিটিভির মহাব্যবস্থাপক নুরুল আজম পবন অনুষ্ঠানটির বৃহত্তর প্রভাব সম্পর্কে বলেন, 'আমি বিশ্বাস করি, আগের মতোই এটি আমাদের সাংস্কৃতিক ধারায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। এই প্ল্যাটফর্মকে লক্ষ্য করে, বাচ্চারা নিজেদের প্রস্তুত করবে এবং অভিভাবক ও স্কুলগুলো তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দেবে। গত কয়েক বছরে আমরা দেখেছি যে এই ধরনের সাংস্কৃতিক চর্চা কমে গেছে। এবং আমি মনে করি, এর মতো একটি প্ল্যাটফর্মের অভাব একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল।'

তিনি এই পুনরুজ্জীবনকে শিকড়ে ফেরার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, 'নতুন কুঁড়ি একটি মৌলিক প্ল্যাটফর্মের মতো যা আমরা দীর্ঘ বিরতির পর পুনরুজ্জীবিত করছি। আমরা এটি নিয়মিতভাবে চালানোর লক্ষ্য রাখি এবং কোনো বিরতি দিতে চাই না।'

ছবি: সংগৃহীত

এবারের নতুন কুঁড়ির এক ঝলক

আগে প্রতিযোগিতাটি ২০টি ভিন্ন বিভাগে অনুষ্ঠিত হতো। কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে এবারের আসরে বিভাগের সংখ্যা কমিয়ে ১২টি করা হয়েছে।

এই বিভাগগুলির মধ্যে রয়েছে— অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ ও শাস্ত্রীয় নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, লোকসংগীত এবং হামদ-নাত। প্রতিযোগীদের দুটি বয়সভিত্তিক গ্রুপে ভাগ করা হয়েছে: 'ক' গ্রুপ (৬-১১ বছর) এবং 'খ' গ্রুপ (১১-১৫ বছর)।

শীর্ষেন্দু এই বছরের প্রতিযোগীদের মধ্যে একজন। সে 'ক' গ্রুপের অভিনয় বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং চূড়ান্ত পর্বের জন্য সুনামগঞ্জ থেকে ঢাকায় এসেছে। তার মা আশা করেন যে অনুষ্ঠানটি নিয়মিত চলবে। তিনি বলেন, 'যদি এটি চলতে থাকে, তবে এটি আরও অনেক শিশুকে সাংস্কৃতিক চর্চায় নিযুক্ত হতে উৎসাহিত করবে। উদাহরণস্বরূপ, আমার ছেলে গানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছিল, কিন্তু এখানে আসার পর সে কয়েকজন প্রতিযোগীকে এত ভালোভাবে গাইতে দেখেছে যে, সে আমাকে বলেছে আগামী বছর সে নজরুল গীতি বিভাগে অংশ নিতে চায়।'

১৫ আগস্ট নিবন্ধন শুরু হয় এবং দেশব্যাপী ১৯টি অঞ্চলে আঞ্চলিক পর্যায়ের অডিশন অনুষ্ঠিত হয়েছে। বিটিভির জনসংযোগ বিভাগ অনুসারে, এই সংস্করণের জন্য মোট ১৭,৪৫০ জন প্রতিযোগী নিবন্ধন করেছে। যেহেতু প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিভাগে নিবন্ধন করতে পারত, তাই মোট এন্ট্রির সংখ্যা ৩৩,৭৫০-এ পৌঁছেছে।

আঞ্চলিক পর্যায় থেকে ৬,৩৬৩ জন প্রতিযোগী 'ইয়েস কার্ড' পেয়ে বিভাগীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ১,০৪৯ জন চূড়ান্ত পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে। এরপর, ১২টি বিভাগ জুড়ে ২৭৯ জন প্রতিযোগী সেরা-দশ পর্যায়ে জায়গা করে নেয়।

এই কিছুটা অস্বাভাবিক সংখ্যার ব্যাখ্যা দিয়ে নির্বাহী প্রযোজক মনিরুজ্জামান বলেন, 'বিচারের পর কিছু প্রতিযোগী একই নম্বর পেয়েছে, এবং আমরা যে বেঞ্চমার্ক নির্ধারণ করেছিলাম, সেখানে যারা একই নম্বর পেয়েছে তাদের সকলকেই আমরা এই সেরা দশের তালিকায় নির্বাচিত করেছি, যে কারণে তালিকায় অতিরিক্ত ৩৯ জন প্রতিযোগী স্থান পেয়েছে।'

বিচারিক প্রক্রিয়া নিয়ে বিতর্ক

এবারের আসরের বিচার প্রক্রিয়া নিয়ে কিছু বিতর্ক দেখা গেছে। বিচারকরা নিজেই এই বিষয়ে কথা বলেছেন।

আবুল হায়াত বলেন, 'আমাদের দেশে সাধারণত নম্বর দেওয়ার সময় আমরা শূন্য থেকে শুরু করি, তারপর নম্বর যোগ করি। কিন্তু আমি মনে করি, এর বিপরীতে, আমি প্রথমে একশ দেব, তারপর তারা কোনো ভুল করলে নম্বর কাটব। আমি অন্য কোনো বিচারককে প্রভাবিত করতে বা তাদের দ্বারা প্রভাবিত হতে চাই না। যেহেতু শেষে দেওয়া নম্বরগুলোর গড় করা হয়, এটি ন্যায্যতা নিশ্চিত করে।'

বিচার প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে ন্যান্সি বলেন, 'অন্যান্য রিয়েলিটি শোগুলোর মতো, এখানে কোনো ভোটিং সিস্টেম বা সহানুভূতি আদায়ের জন্য প্রোফাইলিং সিস্টেম নেই, যা সহজেই প্রভাবিত করা যায়। এখানে আমরা শুধুমাত্র প্রতিযোগীদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিচার করি। বিচার করার সময় আমরা তাদের পটভূমি বা তারা কে, তা জানি না। আমি মনে করি এটি একটি ন্যায্য বিচার প্রক্রিয়া নিশ্চিত করে।'

বর্তমানে ঢাকার বিটিভি কেন্দ্রে সেরা-দশ এবং সেরা-পাঁচ পর্বের প্রতিযোগিতা চলছে। যদিও আগের আসরগুলো কয়েক মাস ধরে প্রচারিত হতো, নির্বাহী প্রযোজক মনিরুজ্জামান ব্যাখ্যা করেন, 'এ বছর, এত বছর পর পুনরায় চালু হওয়া এবং নির্বাচনী বছরের সীমাবদ্ধতার কারণে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই বিজয়ী ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।'

Related Topics

টপ নিউজ

নতুন কুঁড়ি / বিটিভি / রিয়েলিটি শো / নস্টালজিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
  • ‘অ্যাডপ্ট এ রোড’ কর্মসূচি হলো একটি সরকারি-বেসরকারি অংশীদারত্বমূলক উদ্যোগ, যেখানে কোনো এলাকার বাসিন্দা বা প্রতিষ্ঠান নির্দিষ্ট মেয়াদের জন্য একটি রাস্তার দায়িত্ব নেয়। তারা রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, তদারকি করা এবং এমনকি কমিউনিটি পুলিশের খরচও বহন করে। ছবি: মেহেদী হাসান
    ‘অ্যাডপ্ট এ রোড’: যেভাবে নাগরিক মালিকানায় গুলশানের রাস্তা এখন পরিচ্ছন্ন-পথচারীবান্ধব
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের
  • বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অলংকরণ: টিবিএস
    'বাংলাদেশে এটি সম্পূর্ণ বৈধ ব্যবসা': নিকোটিন পাউচ কারখানার অনুমোদন প্রসঙ্গে বিডা চেয়ারম্যান
  • মিস মেক্সিকো ফাতিমা বশ। ছবি: ইপিএ
    মিস মেক্সিকোকে ‘গর্দভ’ বলে কটাক্ষ; প্রতিবাদে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগীরা
  • চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টন নিষিদ্ধ পপি বীজ

Related News

  • সংসদীয় আসনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একই প্ল্যাটফর্মে ইশতেহার পাঠ করতে হবে
  • বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিত ও গণমাধ্যম নীতিমালা পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি
  • ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ২ জুন; বিটিভিতে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা
  • বিটিভি, বাসস ও বেতারকে একীভূত করে একটি প্রতিষ্ঠান করার সুপারিশ কমিশনের
  • যেভাবে প্রথম রঙিন টেলিভিশন কিনেছিলেন হুমায়ূন আহমেদ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

2
‘অ্যাডপ্ট এ রোড’ কর্মসূচি হলো একটি সরকারি-বেসরকারি অংশীদারত্বমূলক উদ্যোগ, যেখানে কোনো এলাকার বাসিন্দা বা প্রতিষ্ঠান নির্দিষ্ট মেয়াদের জন্য একটি রাস্তার দায়িত্ব নেয়। তারা রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, তদারকি করা এবং এমনকি কমিউনিটি পুলিশের খরচও বহন করে। ছবি: মেহেদী হাসান
ফিচার

‘অ্যাডপ্ট এ রোড’: যেভাবে নাগরিক মালিকানায় গুলশানের রাস্তা এখন পরিচ্ছন্ন-পথচারীবান্ধব

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের

4
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অলংকরণ: টিবিএস
অর্থনীতি

'বাংলাদেশে এটি সম্পূর্ণ বৈধ ব্যবসা': নিকোটিন পাউচ কারখানার অনুমোদন প্রসঙ্গে বিডা চেয়ারম্যান

5
মিস মেক্সিকো ফাতিমা বশ। ছবি: ইপিএ
আন্তর্জাতিক

মিস মেক্সিকোকে ‘গর্দভ’ বলে কটাক্ষ; প্রতিবাদে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগীরা

6
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টন নিষিদ্ধ পপি বীজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net