হ্যারি পটার টিভি সিরিজে অভিনয় করছেন যারা

নতুন 'হ্যারি পটার' টিভি সিরিজে অভিনয় করবেন নিক ফ্রস্ট, পাপা এসিয়েদু, জ্যানেট ম্যাকটিয়ার এবং পল হোয়াইটহাউজ। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নেটওয়ার্ক এইচবিও। খবর বিবিসি'র।
হ্যাগ্রিড চরিত্রে দেখা যাবে ফ্রস্টকে, মিনার্ভা ম্যাকগনাগল চরিত্রে অভিনয় করবেন ম্যাকটিয়ার, আর সেভেরাস স্নেইপ চরিত্রে দেখা যাবে এসিয়েদুকে। গত কয়েক সপ্তাহ ধরে এই তিন অভিনেতার সঙ্গে এইচবিওর আলোচনার খবর শোনা যাচ্ছিল।
এবার আনুষ্ঠানিকভাবে তাদের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছে এইচবিও। পাশাপাশি ঘোষণা দিয়েছে, 'দ্য ফাস্ট শো' ও 'হ্যারি অ্যান্ড পল' খ্যাত পল হোয়াইটহাউজ অভিনয় করবেন আর্গাস ফিলচ চরিত্রে।
এছাড়া ফেব্রুয়ারিতে অভিনেতা জন লিথগো নিজেই জানিয়ে দিয়েছিলেন, তিনি হগওয়ার্টসের প্রধান শিক্ষক অ্যালবাস ডাম্বলডোর চরিত্রে অভিনয় করবেন। এই তথ্যটিও এবার নিশ্চিত করেছে এইচবিও।
সিরিজটির শুটিং শুরু হবে চলতি গ্রীষ্মেই। আর সিরিজের প্রথম সিজন সম্প্রচারিত হতে পারে আগামী বছরই।
তবে হ্যারি পটার, রন উইসলি ও হারমায়নি গ্রেঞ্জার চরিত্রে কাকে দেখা যাবে, তা এখনো ঠিক হয়নি।
এই তিন প্রধান চরিত্রের জন্য উন্মুক্ত অডিশনের আয়োজন করেছিল এইচবিও। সেখান থেকে জমা পড়েছে ৩০ হাজারেরও বেশি আবেদন।
যেসব অভিনেতা থাকছেন
জন লিথগো
তিনি ডাম্বলডোর চরিত্রে অভিনয় করবেন। তিনি সম্প্রতি অস্কারজয়ী 'কনক্লেভ' সিনেমাতে অভিনয় করেছেন। এর আগে তাকে দেখা গেছে 'থার্ড রক ফ্রম দ্য সান', 'ফুটলুজ' ও 'দ্য ক্রাউন' সিরিজে। গত সপ্তাহে তিনি মঞ্চনাটক 'জায়ান্ট'-এ রোয়াল্ড ডাল চরিত্রে অভিনয়ের জন্য অলিভিয়ার পুরস্কার জিতেছেন। নাটকটি শিগগিরই ওয়েস্ট এন্ডে মঞ্চস্থ হবে।

পাপা এসিয়েদু
তিনি হগওয়ার্টসের শিক্ষক সেভেরাস স্নেইপ চরিত্রে অভিনয় করবেন। 'আই মে ডেস্ট্রয় ইউ' সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। তাকে 'গ্যাংস অব লন্ডন' ও 'দ্য ল্যাজারাস প্রজেক্ট'-এও দেখা গেছে। গত বছর তিনি সারশা রোনান-এর সঙ্গে 'দ্য আউটরান' সিনেমায় অভিনয় করেন এবং এ বছর শেষে তিনি ওয়েস্ট এন্ডে আর্থার মিলারের 'অল মাই সন্স' মঞ্চনাটকে অংশ নেবেন।
জ্যানেট ম্যাকটিয়ার
তিনি প্রফেসর ম্যাকগনাগল চরিত্রে অভিনয় করবেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'উদারিং হাইটস', 'আলবার্ট নোবস' ও 'দ্য মেনু'। টিভি সিরিজ 'ওজার্ক' ও 'জেসিকা জোন্স'-এও তিনি অভিনয় করেছেন। এ বছর তাকে 'মিশন: ইম্পসিবল– দ্য ফাইনাল রেকনিং' সিনেমাতেও দেখা যাবে।
নিক ফ্রস্ট
তিনি হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করবেন। তিনি 'শন অব দ্য ডেড', 'হট ফাজ', 'দ্য ওয়ার্ল্ড'স এন্ড' এবং 'পল'-এর মতো কমেডি সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত। টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'স্পেসড' ও 'ইনটু দ্য ব্যাডল্যান্ডস' । তিনি 'স্টার ওয়ার্স: স্কেলেটন ক্রু'-তে এসএম-৩৩ চরিত্রে কণ্ঠ দিয়েছেন।
পল হোয়াইটহাউজ
আর্গাস ফিলচ চরিত্রে অভিনয় করবেন পল। তিনি বিবিসির স্কেচ কমেডি সিরিজ 'দ্য ফাস্ট শো' এবং 'হ্যারি অ্যান্ড পল'-এ হ্যারি এনফিল্ডের সঙ্গে অভিনয় করেছেন। বর্তমানে তিনি 'মর্টিমার অ্যান্ড হোয়াইটহাউজ: গন ফিশিং' অনুষ্ঠানে বব মর্টিমার-এর সঙ্গে অংশ নিচ্ছেন। মঞ্চে তার কাজের মধ্যে রয়েছে 'অনলি ফুলস অ্যান্ড হর্সেস দ্য মিউজিক্যাল'।

লুক থ্যালন
কুইরিনাস কুইরেল চরিত্রে অভিনয় করবেন লুক। তিনি 'প্যাট্রিয়টস', 'আলবিয়ন', 'টম স্টপার্ড' এবং 'লিওপোল্ডস্টাট'-সহ বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেছেন। সম্প্রতি তাকে রয়্যাল শেকসপিয়ার কোম্পানির 'হ্যামলেট' নাটকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে।
শো-রানার ফ্রানচেস্কা গার্ডিনার ও নির্বাহী প্রযোজক মার্ক মাইলড বলেন, 'এত অসাধারণ কিছু প্রতিভাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা উচ্ছ্বসিত। এই প্রিয় চরিত্রগুলোকে তারা যেভাবে নতুন করে প্রাণ দেবে, তা দেখার জন্য আমরা অপেক্ষা করছি।'
জে. কে. রাওলিংয়ের বিপুল জনপ্রিয় উপন্যাস থেকে আগে যে সিনেমা বানানো হয়েছিল, তাতে ড্যানিয়েল র্যাডক্লিফ হ্যারি পটার চরিত্রে অভিনয় করেছিলেন।
তবে টেলিভিশন সিরিজটির সময়সীমা তুলনামূলক বেশি হওয়ায় বইয়ের কাহিনির সূক্ষ্ম ও বিস্তারিত দিকগুলো আরও বিস্তারে তুলে ধরার সুযোগ থাকবে।
রাওলিং এই টিভি সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত থাকছেন। এইচবিও জানিয়েছে, এটি হবে তার বইয়ের 'বিশ্বস্ত রূপান্তর'।
আরও কিছু অভিনয় শিল্পীর নাম শিগগিরই ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। ইতোমধ্যে গুঞ্জন চলছে—কিছু অভিনেতার সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যে, সম্ভাব্য ভল্ডেমর্ট চরিত্রের জন্য কিলিয়ান মারফির নাম উঠে এসেছে।