ময়লার বিনে ফেলার জন্য রাখা হ্যারি পটারের প্রথম সংস্করণের বই ২১,০০০ পাউন্ডে বিক্রি

ময়লার বিনে ফেলার জন্য আলাদা করে রাখা 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন'-এর একটি দুর্লভ প্রথম সংস্করণের কপি নিলামে ২১ হাজার পাউন্ডেরও (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকা) বেশি দামে বিক্রি হয়েছে।
শনিবার ইংল্যান্ডের পেইনটন শহরের এনএলবি অকশনস-এ বইটি নিলামে তোলা হয়। নিলামঘরে উপস্থিত লোকজনের পাশাপাশি ফোন ও অনলাইনেও নিলামে অংশ নিয়েছিলেন আগ্রহী ক্রেতারা।
নিলামঘরের পরিচালক ড্যানিয়েল পিয়ার্স বইটি খুঁজে পান ব্রিক্সহামের এক মৃত ব্যক্তির ফেলে দেওয়ার জন্য নির্ধারিত জিনিসপত্রের মধ্যে।
তিনি বলেন, 'প্রথম সংস্করণের একটা হার্ডকভার বইয়ের জন্য এ দাম সত্যিই দারুণ ফলাফল।'
পিয়ার্স জানান, বইটি প্রথম মুদ্রণের ৫০০ কপির একটি। এছাড়া পাবলিক লাইব্রেরিতে বিতরণ করা প্রথম ৩০০ কপির মধ্যেও ছিল এ বই।
বইয়ের পেছনের মলাটে 'ফিলোসফারস' (philosopher's) শব্দের বানান ভুল থাকায় পিয়ার্স বুঝতে পারেন এটি প্রথম সংস্করণ। তিনি বলেন, 'শেষে "o" অক্ষরটি নেই।'
নিলামঘরটি বইটি বিক্রির সময় ঠিক করে গ্রিনিচ মান সময় ১৬:০০টায়, যাতে আমেরিকার পশ্চিম উপকূলের আগ্রহী ক্রেতারা সময়মতো অংশ নিতে পারেন।
পিয়ার্স জানান, বইটির ক্রেতা বিদেশি।