রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সহিষ্ণু আচরণ করছে: শফিকুল আলম
রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সহিষ্ণু আচরণ করছে এবং নির্বাচনের পরিবেশ অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা পরবর্তী এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, 'তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এর বিপরীতে ২০১৪ সালের নির্বাচনে ১১৫ জন নিহত হয়েছিল। চলতি বছরের নির্বাচন পরিস্থিতি খারাপ হবে না। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর শ্রদ্ধাশীল এবং তারা যথেষ্ট সহিষ্ণু।'
শেরপুরে জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে প্রেস সেক্রেটারি বলেন, 'এটা আইসোলেটেড (বিচ্ছিন্ন) ঘটনা। আমরা অপরাধীদের চিহ্নিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছি। প্রকৃত অপরাধী কেউ পার পাবে না।'
সামগ্রিক পরিস্থিতির মূল্যায়ন করে শফিকুল আলম আশা প্রকাশ করেন যে, সকল দলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।
