বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চাই: তারেক রহমান
ক্ষমতায় গেলে বিএনপি পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চায় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
বিএনপির চেয়ারম্যান বলেন, 'পদ্মা নদীতে কোনো পানি আছে? কোনো পানি নাই। বহু মানুষ থাকলেও কর্মসংস্থান নেই। আমরা বরেন্দ্র আঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু করতে চাই, খাল-বিল খনন করতে চাই, পদ্মা নদীকে খনন করতে চাই। পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চাই।'
বিএনপির পরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেন, 'আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই। আইটি পার্ককে সচল করতে চাই, ভোকেশনাল ইন্সটিটিউট গড়ে তুলতে চাই। শুধু শিক্ষিত করলে হবে না, তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে।'
তিনি বলেন, 'আমার কৃষিনির্ভর শিল্পায়ন গড়ে তুলতে চাই। বিশেষ সহায়তায় মিল-ফ্যাক্টরি গড়ে তুলতে হবে। এজন্য কৃষককে কৃষি কার্ড দিতে চাই। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।'
তারেক রহমান আরও বলেন, 'আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তি থাকলে আমরা মানুষের জন্য কাজগুলো করতে পারবো। আমরা কোনো ঝগড়া, ফ্যাসাদ ও বিবাদের মধ্যে যেতে চাই না। সেজন্য আমরা এখানে কারো সমালোচনা করছি না। সমালোচনা করে আপনাদের কোনো লাভ হবে? আপনাদের পেট ভরবে? ভরবে না। কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কৃষি ঋণ মওকুফ হবে? কিছুই হবে না।'
তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারকে বলব: কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে তার সঠিক ও সুষ্ঠু তদন্ত করুন। বিএনপির কোনো ভূমিকা থাকলেও আমরা সহাযোগিতা-সাহায্য করব। কিন্তু সঠিক সুষ্ঠু তদন্ত হতে হবে। সেই অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করতে করতে হবে। কিন্তু সেটা সঠিক সুষ্ঠু-তদন্ত করতে হবে।'
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, 'বিগত সময়ে দেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। এবারও আরেকটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কীভাবে ভোটকে ক্ষতিগ্রস্ত করা যায়, ভোটকে বাধাগ্রস্ত করা যায়। আর যারা এখানে হাজার হাজার লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন, তারা সবাই অন্যদের সতর্ক করবেন, যাতে কেউ ভোট বানচাল করতে না পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে—যাতে কেউ ভোট বানচাল করতে না পারে। ১২ তারিখ যদি জনগণ সতর্ক থাকে, সজাগ থাকে, তাহলে ১৩ তারিখ থেকে হবে জনগণের দিন।'
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনি প্রচারণার জন্য দুই দশক পর আজ প্রথম রাজশাহী গেছেন তারেক রহমান। রাজশাহী পৌঁছে দুপুর দেড়টার দিকে হযরত শাহ মখদুমের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। এর আগে দুপুর ১২টার পর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে।
মাজার জিয়ারত শেষে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন তারেক রহমান।
