শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত
শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় একজন জামায়াত নেতা নিহত হয়েছেন।
শেরপুরের শ্রীবরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল লতিফ বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে তিনি আহত হয়েছেন। শুনেছি, তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি মারা যান।'
নিহত জামায়াত নেতার নাম রেজাউল করিম। তিনি শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।
এর আগে বুধবার বিকালে শেরপুর-৩ আসন থেকে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে 'নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে' জামায়াতে ইসলাম ও বিএনপি'র নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন ও স্থানীয় সাংবাদিকরা জানান, চেয়ারে বসাকে কেন্দ্র করে দু'পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি হয়। এতে অনেকে আহত হন।
