বাংলাদেশের ড্রোন উৎপাদন নিয়ে কে কী মনে করে, তাতে কিছু যায়-আসে না: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, চীনের সহায়তায় বাংলাদেশে ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপনের সিদ্ধান্ত সরকার নিজের স্বার্থেই নিয়েছে। এ বিষয়ে অন্য দেশ কী ভাবছে, তা গুরুত্বপূর্ণ নয়।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সহায়তায় কারখানা স্থাপন করে, তাহলে সেটা হবে বাংলাদেশের স্বার্থে এবং নিজের সিদ্ধান্তে। এ নিয়ে অন্যরা কী মনে করে, তাতে কিছু যায় আসে না।
তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, ভারত বা পাকিস্তানে কী হচ্ছে, সে বিষয়ে কারও মতামতের কি আসলে কোনো গুরুত্ব আছে?
চীনের সঙ্গে সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এই সহযোগিতা আগেও ছিল। এই প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো কারখানা গড়ে ওঠে, তাহলে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়।
এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের মন্তব্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তারা এ বিষয়ে অবগত আছেন। আর বাংলাদেশ নিজের স্বার্থ অনুযায়ীই সিদ্ধান্ত নেবে এবং কাজ করবে।
