নির্বাচনের আগে সেনা সদস্যদের নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বেসামরিক প্রশাসনকে সহায়তায় নিয়োজিত সেনা সদস্যদের কঠোর নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং সংযম বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শনে পটুয়াখালী ও খুলনা সফরকালে তিনি এই নির্দেশনা দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সফরকালে সেনাবাহিনী প্রধান মাঠপর্যায়ে মোতায়েন করা সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম সশরীরে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় অপারেশনাল নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তিনি স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।
সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে একটি সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়েও অনুরূপ একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আইএসপিআর জানায়, সভায় আসন্ন জাতীয় নির্বাচন যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেনাপ্রধানের এই সফরকালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কমান্ডার, বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন সদস্য এবং সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
