নির্বাচনের কাজে জড়িতদের মধ্যে আ.লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনি কাজের সঙ্গে জড়িতদের মধ্যে কোনো 'আওয়ামী লীগের দোসর' নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, 'নির্বাচনের কাজের সাথে যারা জড়িত তারা সবাই নির্বাচনের জন্য প্রস্তত, সবাই খুব ভালো ও সৎ অফিসার।'
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে নগরীর পিটিআই মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন নবী।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনি প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'সিলেটের নির্বাচনি প্রস্তুতি খুবই ভালো, আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক অনেক ভালো। এবার আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া এবার প্রতিটা সেন্টারে সুরক্ষা অ্যাপ রাখা হচ্ছে, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে। তবে সব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে না, বডি-ওর্ন ক্যামেরা থাকবে, ডগ স্কোয়াডও থাকবে। আমরা এবার সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছি। অন্যান্য নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো।'
মতবিনিময়কালে একজন সাংবাদিক প্রশ্ন করেন— নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না বলে একজন নির্বাচন কমিশনার মন্তব্য করেছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তাসহ সরকারি অনেক কর্মকর্তাকে গণভোটের প্রচারণা চালাতে দেখা গেছে; এটি সঠিক হয়েছে কি না।
এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিতে রাজি হননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, 'যেহেতু আমি উনার (নির্বাচন কমিশনার) বক্তব্য শুনিনি, তাই এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।'
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
