সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের ১৪ একর জমি-ফ্ল্যাট জব্দের আদেশ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা প্লট, ফ্ল্যাট ও প্রায় সাড়ে ১৪ একর জমি জব্দের (ক্রোক) নির্দেশ দিয়েছেন আদালত। জব্দ করা এসব স্থাবর সম্পত্তির অবস্থান রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ফরিদপুরে।
আজ রোববার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। জব্দকৃত এসব সম্পদের মোট মূল্য দেখানো হয়েছে ২২ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৩৩০ টাকা।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালতের আদেশে আছাদুজ্জামান মিয়া ছাড়াও তার স্ত্রী, সন্তান ও আত্মীয়দের সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন—তার স্ত্রী আফরোজা জামান, দুই ছেলে আসিফ শাহাদাৎ ও আসিফ মাহদিন এবং মেয়ে আয়েশা সিদ্দিকা। পরিবারের সদস্যদের বাইরেও তাঁর শ্যালিকা পারভীন সুলতানা ও ফাতেমাতুজ্জোহরা এবং শ্যালক হারিচুর রহমানের সম্পদও জব্দের আওতায় রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ফরিদপুরের বিভিন্ন মৌজায় ১৪ দশমিক ৩০ একর জমি। এছাড়া রয়েছে একাধিক প্লট ও ফ্ল্যাট।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে বলা হয়, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, তার পরিবার ও অন্যান্য আত্মীয়দের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান বর্তমানে চলমান এবং এজন্য একটি অনুসন্ধান টিম কাজ করছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে— অভিযুক্তরা তাদের সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব স্থাবর সম্পদ জব্দ করা অত্যন্ত জরুরি। অন্যথায় সম্পদ বেহাত হয়ে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত আজ এই আদেশ দিলেন।
