নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের আরও ৪৪ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের গুলশানের ৩৯ দশমিক ৭৫ কাঠার প্লটসহ ৪৮৭ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পর ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এসব সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪৪ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার টাকা।
জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৩১০ শতক এবং ঢাকার আশুলিয়া উপজেলার ১৭৭ শতক জমি। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেন।
দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ সম্পদ জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ৬ মার্চ ২০২৫ এবং ১৮ নভেম্বর দুই দফায় তার কিছু সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়।
আবেদনে আরও বলা হয়, শ্রমিকদের বেতন–ভাতা পরিশোধ ও নাসা গ্রুপের বিভিন্ন পাওনা পরিশোধের অজুহাতে আসামি নজরুল ইসলাম মজুমদার এসব সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এই সম্পদ হস্তান্তর বা বিক্রি হলে রাষ্ট্রের ক্ষতি হবে। তাই সম্পদ জব্দ করা জরুরি।
গত ১৮ নভেম্বর তার তেজগাঁও এলাকার ১৬ দলিল, বাড্ডার ৩০ দলিল এবং জলসিঁড়ি আবাসিক প্রকল্পের ৭ দলিলের ১৬২ কাঠা সম্পদ অবরুদ্ধ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৮০ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকা। এছাড়া তিনটি ব্যাংক হিসাবে রয়েছে ২ কোটি ২ লাখ ৩৮৪ টাকা।
