গুলশানের জমির দলিল হারিয়ে ফেলেছেন নাসা গ্রুপের চেয়ারম্যান, থানায় জিডি
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গুলশানের ৩৯.৭৫ কাঠা জমির দলিল এবং মূল কাগজপত্র হারিয়ে ফেলেছেন। এজন্য গতকাল শনিবার (১৫ নভেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তার পক্ষে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় প্রত্রিকায় জমির কাগজ হারানোর বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নজরুল ইসলাম মজুমদার বর্তমানে জেলে রয়েছেন। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তার পক্ষে একজন প্রতিনিধি শনিবার জিডি করেন।
নজরুল ইসলাম জিডি-তে উল্লেখ করেন, ২০২৪ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিনি তেজগাঁও শিল্পাঞ্চলের নাসা গ্রুপের হেড অফিস থেকে মহাখালীর বাসায় যাওয়ার পথে জমির দলিল ও মূল কাগজপত্র হারিয়ে ফেলেন।
গুলশান-২ এর ৭১ নম্বর রোডের ৬ নং প্লটের ৩৯.৭৫ কাঠা তার মালিকানাধীন বলে জিডি-তে তিনি উল্লেখ করেন।
এর আগে, গত বছরের ২ অক্টোবর, নজরুল ইসলাম দূর্নীতি এবং অর্থপাচারের মামলায় গ্রেপ্তার হন।
ব্যাংক মালিকদের সংগঠন– বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এবং এক্সিম ব্যাংকের সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ আত্মসাতের অভিযোগ রয়েছে।
নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের বেতন এবং ব্যাংক ঋণের অর্থ পরিশোধের জন্য সেপ্টেম্বরে নজরুল ইসলামের সম্পদ বিক্রির নির্দেশ দেয় সরকার। এর প্রেক্ষিতে গুলশান-২ এ থাকা তার জমি বিক্রি করতে গিয়ে দেখা যায় কাগজপত্র নেই। তাই দলিলের নকল তোলার জন্য আইনি বাধ্যবাধকতা মানতে থানায় জিডি এবং পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
নাসা গ্রুপের কর্মীর সংখ্যা ২৫ হাজারেরও বেশি। এছাড়া ২২টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ৮,৬৭৬ কোটি টাকা ঋণ রয়েছে, যার পুরোটাই এখন খেলাপি।
