কৃষি ও অকৃষি জমির মালিকানায় শীর্ষে বিএনপি প্রার্থীরা: টিআইবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, শীর্ষ ১০ কৃষি জমিধারী প্রার্থীর মধ্যে ৩ জন এবং শীর্ষ ১০ অকৃষি জমিধারী প্রার্থীর মধ্যে ৬ জনই বিএনপির মনোনীত প্রার্থী।
বিশ্লেষণে দেখা গেছে, কৃষি ও অকৃষি—উভয় ধরনের জমির মালিকানার দিক থেকে বিএনপি প্রার্থীরা তালিকার শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের জমির পরিমাণ ও এর আর্থিক মূল্য অন্যান্য দলের প্রার্থীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি প্রার্থী মো. আলী আব্বাস কৃষি ও অকৃষি উভয় জমির মালিকানার শীর্ষে রয়েছেন। তার মোট জমির পরিমাণ ১,২৯০.২৬ একর। বিএনপির অন্যান্য প্রার্থীদের মধ্যে সাতক্ষীরা-২ আসনের মো. আব্দুর রউফের ২৩০.৮১ একর, বান্দরবানের সাচিং প্রু-র ৭৭.৮৭ একর এবং চট্টগ্রাম-১০ আসনের সাঈদ আল নোমানের রয়েছে ৬০.৪১ একর জমি।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বাগেরহাট-৪ আসনের কাজী খায়রুজ্জামানের (শিপন) কৃষি জমির পরিমাণ ১০০ একর এবং বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ-এর মোট জমির পরিমাণ ৮১.৭৮ একর।
এছাড়া, দিনাজপুর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেনের কৃষি ও অকৃষি মিলিয়ে মোট ২৩৬.৮৮ একর জমি রয়েছে। অন্যদিকে, লক্ষ্মীপুর-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হেলাল উদ্দিনের অকৃষি জমির পরিমাণ ২৩০ একর।
