তারেক রহমানের নির্বাচনি প্রচারণায় সফরসঙ্গী হবেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা নেতারা
দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নেতাদের নির্বাচনী প্রচারণায় নিজের সফরসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ (২১ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে 'অনবদ্য ও অভূতপূর্ব অবদান' রেখেছেন। তাদের ত্যাগের মূল্যায়ন ও স্বীকৃতি স্বরূপ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন যে তার প্রতিটি সফরে পর্যায়ক্রমে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের সফরসঙ্গী করা হবে।
এই উদ্যোগের অংশ হিসেবে কয়েকজন তরুণ ও তৃণমূল নেতা—আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রকিবুল ইসলাম রাকিব সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে থাকবেন।
মাহদী আমিন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী বিএনপি চেয়ারম্যানের সিলেট সফরের মধ্য দিয়ে দলের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কর্মসূচি অনুযায়ী, আজ রাত ৮টা ১৫ মিনিটে আকাশপথে তারেক রহমানের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। তিনি আজ গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে মাহদী বলেন, এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি "অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়"।
তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিয়ে, প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে।'
দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণের জন্য তিনি সব রাজনৈতিক দলকে নির্বাচনী আচরণবিধি পুরোপুরি মেনে চলার আহ্বান জানান। তিনি আরও বলেন, 'আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এই নির্বাচন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, ইনশাআল্লাহ।'
