ইইউয়ের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে এনসিপির বৈঠক
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন ২০২৬-এর সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আসেন ইইউ মিশনের দু'জন বিশেষ পর্যবেক্ষক। এসময় তাদের সঙ্গে বৈঠক করেন এনসিপির নির্বাচন পর্যবেক্ষণ ও প্রশিক্ষণ উপ-কমিটির প্রধান হুমায়রা নূর এবং সদস্য সচিব জনাব আরিফুর রহমান তুহিন।
এনসিপি নেতারা জানান, বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হিসেবে পরিগণিত হওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নির্বাচনী পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা, ভোটারদের অবাধ অংশগ্রহণ, নির্বাচনী সহিংসতা প্রতিরোধ এবং পর্যবেক্ষকদের নির্বিঘ্নে কাজ করার সুযোগসহ নানা শঙ্কা ও চ্যালেঞ্জের দিকগুলো উঠে আসে।
এসময় এনসিপি নেতারা নির্বাচনকে গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং আইনের সুষ্ঠু প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। ইইউ অবজার্ভাররা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে তাদের আগ্রহ ও প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন, এবং প্রাপ্ত মতামতসমূহ মিশনের পর্যবেক্ষণ প্রতিবেদনে বিবেচনায় নেওয়া হবে বলে জানান।
