ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, ভারসাম্যহীন নির্বাচন মেনে নেবে না জামায়াত: ডা. তাহের
নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, তারা ২০০৮ সালের মতো ভারসাম্যহীন নির্বাচন মেনে নেবে না।
সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, ''নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কার্যকর ব্যবস্থা না নিলে জামায়াত শক্তিশালী পদক্ষেপ নিতে বাধ্য হবে। ২০০৮ সালের মতো 'ইমব্যালান্সড ইলেকশন' জামায়াত কোনোভাবেই মেনে নেবে না।''
তার অভিযোগ- নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে জানাচ্ছেন না কয়েকজন উপদেষ্টা।
'প্রধান উপদেষ্টাকে সব তথ্য অবহিত করা হচ্ছে না। তিনি যদি বিষয়গুলো জানতে না পারেন এবং দেশ একটি বাজে নির্বাচনের দিকে এগোয়, জামায়াত তা মেনে নেবে না', বলেন ডা. তাহের।
