মিরপুরে পরিত্যক্ত মার্কেট থেকে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার
রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেট থেকে শরীফ আহম্মেদ ওরফে সুমন (৪৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও মাথা ছিল রক্তাক্ত ও থেঁতলানো।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মিরপুরের পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের সি-ব্লক এলাকায় প্যারিস রোডের পাশের পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় শনিবার (১৭ জানুয়ারি) পল্লবী থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন নিহতের ভাই সাইদ আহম্মেদ সুজন (৩৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, নিহত সুমনের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি থানার রামচর গ্রামে। তিনি পরিবার নিয়ে পল্লবী থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর সেকশনের ৫ নম্বর এভিনিউর ১১ নম্বর রোডের একটি বাসায় থাকতেন। মিরপুর শাহ আলী মার্কেটের একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন তিনি। গত সোমবার (১২ জানুয়ারি) থেকে তিনি নিখোঁজ ছিলেন।'
এই পুলিশ কর্মকর্তা বলেন, 'সিটি করপোরেশনের পরিত্যক্ত মার্কেট থেকে দুর্গন্ধ বের হচ্ছে—এমন খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তার মাথা থেঁতলানো ছিল। শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করছি, অন্তত দুই দিন আগে ওই ব্যক্তি মারা গেছেন। তাকে ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে বা তিনি পড়ে গেছেন অথবা তার মাথায় কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আমরা পুরো ঘটনাটি তদন্ত করে দেখছি।'
পরিত্যক্ত মার্কেট হওয়ায় সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না বলেও জানান তিনি।
