আশুলিয়ায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে স্বজনদের হামলায় আহত পুলিশ, আটক ১
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত এক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ঢাকার সাভারের আশুলিয়ায় হামলার শিকার হয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম।
গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় হামলার ঘটনা ঘটে।
আহত ওই পুলিশ কর্মকর্তাকে পরবর্তীতে উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত শিহাব (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।
পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তারে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আশুলিয়ার বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় সোহেলের সহযোগী ও পরিবারের লোকজন অতর্কিতভাবে দেশীয় অস্ত্রসহ পুলিশের উপর হামলা চালালে গুরুতর আহত হন এসআই মনিরুল ইসলাম।
পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে ওসি রুবেল হাওলাদার টিবিএসকে বলেন, 'রাতে সোহেলকে গ্রেপ্তার করতে গেলে তার সহযোগী ও পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালালে এসআই মনিরুল ইসলাম আহত হন। তিনি চিকিৎসাধীন রয়েছেন।'
তিনি আরও বলেন, 'সোহেল পালিয়ে গেলেও হামলার সাথে জড়িত শিহাব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হামলার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
