কায়কোবাদকে নিয়ে বক্তব্যের প্রতিবাদ: কুমিল্লায় আসিফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদের দেওয়া বক্তব্যের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ মার্কেট থেকে শুরু হয়ে উপজেলা চত্বর ও থানা এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী বিক্ষুব্ধ নারী-পুরুষ আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ঝাড়ু প্রদর্শন করেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম নাহিদ বলেন, 'জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে আসিফ মাহমুদ ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে জড়িয়ে আমাদের কলঙ্কিত করেছেন। এখন নিজের অপকর্ম ঢাকতে তিনি মুরাদনগরের জনপ্রিয় নেতা কায়কোবাদকে নিয়ে মিথ্যাচার করছেন।'
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, 'কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ টানা ১৩ বছর বিদেশে অবস্থান করতে বাধ্য হন। কারণ মুরাদনগরে তার জনপ্রিয়তা ছিল প্রশ্নাতীত। তিনি এলাকায় উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র শুরু হয়। এক পর্যায়ে তাকে ব্রিকস ফিল্ডে পুড়িয়ে মারার পরিকল্পনাও করা হয়। সেই ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে ইউসুফ আব্দুল্লাহ হারুন শেখ হাসিনার সহায়তায় তাকে ২১ আগস্টের মামলায় ফাঁসানোর চেষ্টা করে। দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরে আসার পরও তার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে থাকেনি। বর্তমানে এক নব্য ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ আসিফ মাহমুদ নিজের অপকর্ম ঢাকতে কায়কোবাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সে যদি সত্যিই বিপ্লবী হতো, তাহলে কখনো দুর্নীতিতে জড়াত না। গতকাল আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র হিসেবে একটি মিথ্যা বক্তব্য দিয়ে কায়কোবাদকে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অপবাদে জড়ানোর অপচেষ্টা চালিয়েছে।'
সাবেক ইউপি সদস্য ছিনু আক্তার আসিফ মাহমুদকে মুরাদনগরে 'অবাঞ্ছিত' ঘোষণা করে বলেন, 'আসিফ একজন দুর্নীতিবাজ, তাই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সাহস পাচ্ছেন না। আমাদের অভিভাবক কায়কোবাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হলে মুরাদনগরের মানুষ রাজপথে এর দাঁতভাঙা জবাব দেবে।'
সুপ্রিম কোর্টের আইনজীবী তৌহিদুর রহমান বলেন, 'কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মতো জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে আসিফ মাহমুদের দেওয়া বক্তব্য কোনো রেফারেন্স ছাড়া, কোনো ব্যাংকের ঋণখেলাপী তাও উল্লেখ করেননি। এমন একজন ব্যক্তি উপদেষ্টা ছিল ভাবতেও রুচিতে বাধে।'
