১২ মার্চ থেকে পুনরায় ঢাকা-মালে সরাসরি ফ্লাইট শুরু করছে মালদিভিয়ান এয়ারলাইন্স
মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা 'মালদিভিয়ান' আবারও বাংলাদেশে তাদের নিয়মিত ফ্লাইট কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে। এর আগে ২০২৪ সালের শেষের দিকে সংস্থাটির ফ্লাইট কার্যক্রম বন্ধ হয়ে যায়।
গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিমান সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালের ১২ মার্চ থেকে ঢাকা ও মালে'র মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে মালদিভিয়ান। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে দুই দিন এই রুটে বিমান চলাচল করবে, যা দুই দেশের মধ্যকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা উপলক্ষে আকর্ষণীয় ভাড়ার অফার দিয়েছে বিমান সংস্থাটি। ঢাকা-মালে রুটে আসা-যাওয়ার ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৩৯৯ মার্কিন ডলার থেকে। এর পাশাপাশি যাত্রীরা ৩০ কেজি পর্যন্ত মালামাল (ব্যাগেজ) বহনের সুবিধা পাবেন।
ঢাকা-মালে রুটে পুনরায় সরাসরি ফ্লাইট শুরু হওয়ায় পর্যটক এবং মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিশেষভাবে উপকৃত হবেন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি শেয়ার করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নাজমুল ইসলাম। তিনি লিখেছেন, 'ব্যবসা-বাণিজ্য, স্বল্পমেয়াদী সফর এবং আঞ্চলিক ভ্রমণের ট্রানজিট হাব হিসেবে মালদ্বীপের নাগরিকদের কাছে ঢাকা অত্যন্ত পছন্দের একটি গন্তব্য।'
উল্লেখ্য, ২০১২ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে প্রথম ফ্লাইট পরিচালনা শুরু করেছিল মালদিভিয়ান। বর্তমানে এই রুটে ইউএস বাংলা এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। দীর্ঘ বিরতির পর মালদিভিয়ান ফিরলে এই রুটে যাত্রী সুবিধা ও প্রতিযোগিতামূলক পরিবেশ আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
