রাজধানীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর দক্ষিণখানের একটি বাসা থেকে রাজিয়া সুলতানা মিম (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকার একটি বাসায় তিনি আত্মহত্যা করেন। তার গলায় ফাঁস দেওয়া দাগ ছিল।
জানা যায়, নিহত রাজিয়া এপিবিএন- এর উত্তরা হেডকোয়ার্টারে নায়েব হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী রাজীব মিয়া হাইওয়ে পুলিশের কনস্টেবল হিসেবে ফরিদপুরের ভাঙ্গায় কর্মরত আছেন। পাঁচ বছর আগে চাকরির সুবাদে প্রেম করে তারা বিয়ে করেন। তাদের ১৯ মাস বয়সী একটি মেয়ে রয়েছে।
রাজীব মিয়া পুলিশকে জানিয়েছেন, গতকাল রাতে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এর জের ধরে তার স্ত্রী গলায় ফাঁস দেন। পরে তিনি ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পেয়ে নিজেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে মধ্যরাতে চিকিৎসক রাজিয়াকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে ওই নারী পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর তার লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'এই ঘটনায় তার বাবা মো. নাসির উদ্দিন বাচ্চু থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।'
