তারেকের দেশে ফেরা: রাজধানীর একাংশে জনসমাগম, অন্যপাশ ফাঁকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর একাংশে ব্যাপক জনসমাগম দেখা গেছে। এসব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় রাজধানীর অন্য অংশগুলো ছিল প্রায় ফাঁকা।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীতে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর সড়ক, কুড়িল বিশ্বরোড ও ৩০০ ফিট সড়কে বিপুল মানুষের সমাগম হয়েছে। এ কারণে মহাখালীর আমতলী থেকে বনানীগামী সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। কেবল বিদেশগামী যাত্রী ও জরুরি সেবার যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। প্রগতি স্মরণীর বসুন্ধরা গেট পর্যন্ত মানুষের ভিড় দেখা গেছে। বিমানবন্দর সড়কে সমাগম বনানী কবরস্থান ছাড়িয়ে গেছে। এর বাইরে রাজধানীর অন্যান্য সড়ক ছিল প্রায় ফাঁকা।
সরেজমিনে আসাদগেট, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, পল্টন ও গুলিস্তান এলাকায় ঘুরে দেখা গেছে, সড়কগুলো ঈদের দিনের মতোই ফাঁকা। বড়দিনের ছুটির কারণে যান চলাচল কম ছিল। ভোগান্তি এড়াতে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হননি। ফলে গণপরিবহন ও যাত্রী—দুটোরই সংখ্যা কম ছিল।
সাভার থেকে মতিঝিলগামী ওয়েলকাম পরিবহনের চালক জসিম বলেন, 'আজ সড়কে গাড়ি খুব কম। তেমন কোনো সিগনালে দাঁড়াতে হয়নি। অন্যদিন সাভার থেকে ফার্মগেট আসতে দেড়–দুই ঘণ্টা লাগে, আজ লেগেছে পৌনে এক ঘণ্টার মতো। রাস্তা ফাঁকা থাকলেও যাত্রী নেই—গাড়ি নিয়ে বের হওয়া উচিত হয়নি।'
মিরপুর থেকে আসা বিকল্প পরিবহনের চালক ফরিদ বলেন, 'মিরপুরের দিকেও সড়ক ঈদের দিনের মতো ফাঁকা। বন্ধের দিন হওয়ায় যাত্রী একেবারেই কম।'
বাংলামোটর মোড়ে রাইড শেয়ার চালক মো. আল-আমিন বলেন, 'প্রগতি স্মরণী ও বিমানবন্দর সড়কে অনেক মানুষ, সেখানে গাড়ি চলছে না। কিন্তু গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট এলাকায় সড়ক একেবারেই ফাঁকা। যাত্রী না থাকায় আয়ও হয়নি। অন্যদিন সকাল থেকে ১২টা পর্যন্ত ৫০০–৬০০ টাকা আয় হয়, আজ হয়েছে মাত্র ২০০ টাকা।'
সকালে যানজট না থাকলেও বিকাল–সন্ধ্যায় মানুষের সমাগম ও যানজট বাড়তে পারে বলে ধারণা ট্রাফিক পুলিশের। বাংলামোটর মোড়ে দায়িত্বে থাকা রমনা বিভাগের ট্রাফিক সার্জেন্ট রবিউল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ছুটির দিন হওয়ায় এবং মানুষ বিমানবন্দরের দিকে থাকায় ঢাকার দক্ষিণাংশে যানবাহনের চাপ নেই। সিগন্যালে থামতে হচ্ছে না। তবে বিকেলে সংবর্ধনা শেষ হলে চাপ বাড়তে পারে—গতকাল যেমন ছিল।'
তবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলোর চাপে মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সজ্জিত বাসগুলো মহাখালীতে পার্ক করার পর হাজার হাজার নেতাকর্মী পায়ে হেঁটে সংবর্ধনাস্থলের দিকে রওনা হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, দুপুর সাড়ে ১২টা থেকে কাকলী দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি ওঠা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মহাখালীর আমতলী থেকে বনানীগামী সড়কে সাধারণ গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়। কেবল বিদেশগামী যাত্রী এবং জরুরি সেবার যানবাহনগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। তাঁকে বহনকারী ফ্লাইট বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি পূর্বাচলের ৩০০ ফিটে সংবর্ধনাস্থলের দিকে রওনা হন।
