পোস্টাল ভোটের নিবন্ধন সংখ্যা সাড়ে ৯ লাখ ছাড়িয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে 'পোস্টাল ভোট বিডি'-অ্যাপে পোস্টাল ভোটার নিবন্ধন সংখ্যা সাড়ে ৯ লাখ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের তথ্যানুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নিবন্ধনকারী পোস্টাল ভোটার ছিল ১ লাখ ৫১ হাজার ৮০৮ জন।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ৫৮৩ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। ভোটার নিবন্ধনে দ্বিতীয় অবস্থানে আছে কাতার (৬৩ হাজার ৯২৮ জন) এবং তৃতীয় অবস্থানে আছে মালয়েশিয়া (৫১ হাজার ৫৭২ জন)।
বাংলাদেশ থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ৩ লাখ ৫৫ হাজার ৯১৩ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ৩ লাখ ১ হাজার ৭১ জন, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ৪৬ হাজার ৮০০ জন, আনসার ও ভিডিপি সদস্য ৪ হাজার ৩৬৭ জন এবং আইনি হেফাজতে থাকা ভোটার ৩ হাজার ৬৭৫ জন।
উল্লেখ্য, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া আগামী বুধবার (৩১ ডিসেম্বর) শেষ হওয়ার কথা রয়েছে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর অথবা আইফোনের অ্যাপ স্টোর থেকে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর লগইন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
মোবাইল নম্বর প্রবেশ করানোর পর ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে, তা দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে। এরপর নিজের ছবি দিতে হবে জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি হাতে নিয়ে সেলফি তুলতে হবে)। পরবর্তীতে দিতে হবে এনআইডির ছবিও। এরপর পাসপোর্ট থাকলে সেটির ছবি দিতে হবে।
সবশেষে বিদেশের বর্তমান ঠিকানার তথ্য দিলেই কাজ শেষ। সিস্টেম থেকে সব তথ্য যাচাই করে সত্যতা মিললে 'আপনি এখন নিবন্ধিত' লেখা প্রদর্শিত হবে অ্যাপে। এরপর অপেক্ষা ব্যালট পেপারের জন্য।
