পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা শেষবারের মতো বাড়িয়ে ৫ জানুয়ারি
পোস্টাল ভোটের জন্য ভোটার নিবন্ধন বা আবেদন করার সময়সীমা শেষবারের মতো বাড়িয়ে আগামী ৫ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশন এক সংবাদি বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার নিবন্ধন বা আবেদন করার সময়সীমা শেষবারের মতো বাড়িয়ে ৫ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করেছে। এর আগেও ভোটারদের সুযোগ বাড়াতে এই সময়সীমা বাড়ানো হয়েছি।
ইসির তথ্য অনুযায়ী, ৩০ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত পোস্টাল ভোটের জন্য নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১০ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী সহ নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ 'পোস্টাল ভোট বিডি'- অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারছেন।
এর আগে মঙ্গলবার ৩ টার দিকে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আমাদের 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। এটা বাড়িয়ে আগামী জানুয়ারির ৫ তারিখ করা হয়েছে।
তিনি জানান, প্রবাসী ও সংশ্লিষ্টদের অনুরোধ আছে যে তারা এখনও নিবন্ধন করতে পারেননি।
প্রসঙ্গত, ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রবাসীদের নিজ নিজ দেশের সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
