‘আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’: তারেক রহমান
মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের 'আই হ্যাভ এ ড্রিম' ভাষণের প্রসঙ্গ টেনে দেশকে নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি জোর দিলেন সুনির্দিষ্ট পরিকল্পনার ওপর। দেশে ফিরেই দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন 'আই হ্যাভ এ প্ল্যান' (আমার একটি পরিকল্পনা আছে)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে এক বিশাল গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যের শুরুতেই তিনি তিনবার উচ্চারণ করেন, 'আমরা দেশে শান্তি চাই।'
বক্তৃতার একপর্যায়ে উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, 'প্রিয় ভাই-বোনেরা, আপনারা মার্টিন লুথার কিংয়ের নাম শুনেছেন। তার একটি বিখ্যাত উক্তি আছে 'আই হ্যাভ এ ড্রিম' (আমার একটি স্বপ্ন আছে)। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আমি বলতে চাই 'আই হ্যাভ এ প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি' (আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের মানুষের জন্য, আমার দেশের জন্য)।'
তিনি বলেন, এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।
ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে জনগণের ম্যান্ডেট ও সহযোগিতা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'যদি সেই প্ল্যান বা কার্যক্রমকে বাস্তবায়ন করতে হয়, তবে এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা 'আই হ্যাভ এ প্ল্যান' বাস্তবায়ন করতে সক্ষম হবো।'
