বেনজীরের ৪ ফ্ল্যাটের মালামাল গেল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গুলশানের চারটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে জব্দ করা যাবতীয় মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মালামাল হস্তান্তর করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রশাসন) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সোমাবার সাংবাদিকদের বলেন, আদালতের আদেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, জব্দ করা মালামালের তালিকায় বিলাসবহুল সামগ্রী থেকে শুরু করে নিত্যব্যবহার্য তুচ্ছ জিনিসপত্রও বাদ যায়নি। এর মধ্যে রয়েছে- টিভি, ফ্রিজ, ওভেন, ডিশ ওয়াশার, কাঁথা-বালিশ, হাড়ি-পাতিল, থালা-গ্লাস, পাটা-পুতা এমনকি মশা মারার ব্যাট। এছাড়া পোশাক-আশাকের মধ্যে শার্ট-প্যান্ট, লুঙ্গি-গেঞ্জি, ওড়না-শাড়ি, জুতাও ত্রাণ ভাণ্ডারে জমা দেওয়া হয়েছে।
ঢাকার গুলশান-১ এলাকার র্যাংকন আইকন টাওয়ারে বেনজীর পরিবারের নামে থাকা ১২/এ, ১২/বি, ১৩/এ ও ১৩/বি এই চারটি ফ্ল্যাট আদালতের আদেশে আগেই ক্রোক বা বাজেয়াপ্ত করা হয়েছিল।
সম্প্রতি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এক আদেশে বলেন, নিলামযোগ্য মালামালের নমুনা সংরক্ষণ করে ফ্ল্যাটে রক্ষিত পচনশীল দ্রব্য, ব্যবহৃত ও অব্যবহৃত কাপড়-চোপড়, তৈজসপত্র এবং রান্নাঘরের সামগ্রী প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডারে জমা দিতে হবে। সেই আদেশের আলোকেই এসব মালামাল হস্তান্তর করা হলো।
