বেনজীরের ৪ ফ্ল্যাটের মালামাল গেল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে
জব্দ করা মালামালের তালিকায় বিলাসবহুল সামগ্রী থেকে শুরু করে নিত্যব্যবহার্য তুচ্ছ জিনিসপত্রও বাদ যায়নি। এর মধ্যে রয়েছে- টিভি, ফ্রিজ, ওভেন, ডিশ ওয়াশার, কাঁথা-বালিশ, হাড়ি-পাতিল, থালা-গ্লাস, পাটা-পুতা...
