বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ বাড়ছে জাপানে: ভাষাসহ প্রয়োজনীয় দক্ষতা অর্জনের তাগিদ
জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদা বাড়তে থাকায় সেখানে যেতে আগ্রহী সম্ভাব্য প্রবাসীদের জাপানি ভাষা ও কাজ–সম্পর্কিত দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকার বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশি স্টুডেন্টস' সাপোর্ট অ্যাসোসিয়েশন ইন জাপান (বিএসএসএজে) আয়োজিত 'জাপানিজ স্পিচ কনটেস্ট অ্যান্ড জাপান গাইডলাইন সেমিনার ২০২৫'-এ এ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাপানে বিদেশি কর্মীর ক্রমবর্ধমান চাহিদা বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে; তবে সেই সুযোগকে কাজে লাগাতে হলে আগ্রহী প্রবাসীদের যথাযথ প্রস্তুতি নিতে হবে।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, দেশটিতে বয়স্ক জনগোষ্ঠী বাড়তে থাকায় আগামী ২০৪০ সালের মধ্যে তাদের প্রায় ১ কোটি ১০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হবে। তিনি বলেন, "এই শূন্যতা কে পূরণ করবে, তা পুরোপুরি নির্ভর করবে দক্ষতার ওপর।"
নেপালের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, বর্তমানে জাপানে প্রায় তিন লাখ নেপালি কর্মী কাজ করছেন। "যথাযথ ভাষাজ্ঞানের মাধ্যমেই তারা নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন। তাদের তুলনায় আমরা পিছিয়ে আছি। আমাদের ভাষা দক্ষতা, সংস্কৃতি সম্পর্কে বোঝাপড়া এবং অন্তত একটি কারিগরি দক্ষতা গড়ে তুলতে হবে," বলেন তিনি।
একই সঙ্গে তিনি জানান, বর্তমানে অনেক জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোটা বাড়াচ্ছে।
দিনব্যাপী এ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, নীতিনির্ধারক, কূটনীতিক, জাপান–কেন্দ্রিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
