ছায়ানট ভবনে হামলা ও অগ্নিসংযোগ: অজ্ঞাত ৩৫০ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৩০০ থেকে ৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলাটি করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।
রোববার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা।
মামলার বিষয়ে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'শুক্রবার দিবাগত মধ্যরাতে মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।'
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মামলায় ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের কথা বলা হয়েছে।'
এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একদল ক্ষুব্ধ বিক্ষোভকারী মধ্যরাতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা চালায়। এ সময় তারা ভবনটিতে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
