সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ ছায়ানটের
আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর সহিংস আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ করেছে দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন 'ছায়ানট'।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডিস্থ ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে রাজপথে এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং প্রগতিশীল চেতনার মানুষ একাত্মতা ঘোষণা করে অংশ নেন। সমাবেশে ছায়ানটের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন বাংলা সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রতিবাদের শক্তিকে জাগিয়ে তোলার মতো একাধিক কালজয়ী গান।
গানগুলোর মধ্যে রয়েছে— 'মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম', 'ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি', 'চল্ চল্ চল্ ঊর্ধ্ব গগনে বাজে মাদল', 'ও আমার দেশের মাটি', 'যদি তোর ডাক শুনে কেউ না আসে', 'আমার মুক্তি আলোয় আলোয়', 'গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান' ইত্যাদি। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শেষ করা হয়।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তারা বলেন, 'মৌলবাদী ও অন্ধকারের শক্তি ও একাত্তরের পরাজিত শক্তিরা ছায়ানট, উদীচীর মতো সাংস্কৃতিক সংগঠনগুলোকে ভয় পায়, তাই তারা হামলা, অগ্নিসংযোগ করে। তবে আমরা দমে যাব না, আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।'
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে ছায়ানট ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। দুর্বৃত্তরা সে সময় ভবনে অগ্নিসংযোগও করে। সেই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতেই রাজপথে গানে গানে এই সংহতি সমাবেশের আয়োজন করে ছায়ানট।
