সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে শীতের সবজির দাম কমেছে
রাজধানীর কাঁচাবাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে; এতে ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে পেঁয়াজের দাম এখনো তুলনামূলক বেশি থাকায় পুরোপুরি স্বস্তি আসেনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউমার্কেট, হাতিরপুল ও লালবাগের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে ৯০ টাকায় নেমেছে। আগে দেশি পুরোনো পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দুদিন আগেও নতুন পেঁয়াজের দাম ৯০ থেকে ১০০ টাকা থাকলেও এখন তা পাওয়া যাচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়।
পেঁয়াজ বিক্রেতা হারুন টিবিএসকে বলেন, "নতুন পেঁয়াজের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারের অস্থিরতা কাটছে না। পুরোনো পেঁয়াজ এখনো কিনতে গেলে প্রতি কেজিতে গুণতে হচ্ছে দেড়শ টাকা পর্যন্ত।"
এদিকে, বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে। গত সপ্তাহের তুলনায় দামও কিছুটা কমেছে। নতুন আলু, ফুলকপি ও পাতাকপি কেজিপ্রতি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে কেজিতে ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা এবং শালগম ৪০ টাকা কেজিতে। অন্যদিকে টমেটোর দাম কেজিপ্রতি ১০০ টাকা, কাঁচা মরিচ ও করলা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মানভেদে বেগুন ৬০ থেকে ৮০ টাকা এবং শিম ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শসা ও গাজরের দাম কেজিপ্রতি ৫০ টাকা, পটল ৮০ টাকা। লেবু বিক্রি হচ্ছে হালিপ্রতি ৩০ টাকায়। পুরোনো আলু আগের মতোই ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে বলে জানান নিউমার্কেটের সবজি বিক্রেতা তারেক।
নিউমার্কেটে বাজার করতে আসা গৃহিণী নাসরিন আক্তার বলেন, "সবজির দাম কমায় প্রতিদিনের বাজার খরচ কিছুটা কমেছে, কিন্তু পেঁয়াজের দাম বেশি থাকায় স্বস্তি পুরোপুরি আসেনি। বাজার যদি এভাবেই থাকে, তাহলে মধ্যবিত্তদের জন্য ভালো হবে।"
এছাড়া গত কয়েক সপ্তাহ ধরে ডিম ও মুরগির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। বাজারভেদে ব্রয়লার মুরগির ডিম ডজনপ্রতি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের মতোই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।
চলতি সপ্তাহে নতুন করে কমেছে মসুর ডাল ও ছোলার দাম। বড় দানার মসুর ডাল কেজিপ্রতি ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা। ছোলার দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ১০০ টাকায় নেমেছে। তবে খোলা পোলাও চালের দাম কেজিতে ৫ টাকা বেড়ে বর্তমানে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
