বাংলাদেশে গণমাধ্যমে হামলার ঘটনায় ওকাবের নিন্দা
বাংলাদেশে সাংবাদিক, সম্পাদক এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশে বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি এই নিন্দা জানায়।
বিবৃতিতে ওকাব উল্লেখ করেছে, সাংবাদিকতার জন্য এ ধরনের সহিংসতা সরাসরি হুমকি।
ওকাব অবিলম্বে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
একইসঙ্গে, বিলম্ব না করে এই ঘটনার একটি গ্রহণযোগ্য তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
ওকাবের বিবৃতিতে বলা হয়, 'রাষ্ট্রীয় কিংবা রাষ্ট্রবহির্ভূত কোনো পক্ষের ভয়ভীতি বা হুমকি ছাড়াই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার বিষয়টা অনস্বীকার্য। দেশে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখার প্রধান পূর্বশর্ত হলো সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা।'
ওকাবের সভাপতি নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জুলহাস আলম যৌথভাবে এই বিবৃতি প্রদান করেন।
