জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা; ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
জুলাই ঐক্য নামের একটি প্ল্যাটফর্ম আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে 'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন'- কর্মসূচি ঘোষণা দেওয়ার পর ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কূটনৈতিক নিরাপত্তা বিভাগের উপকমিশনার নূর-এ-আলম সিদ্দিকী বলেন, 'কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গুলশান বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি কূটনৈতিক নিরাপত্তা বিভাগের সদস্যদের রামপুরা ব্রিজ এলাকা ও গুলশান-১ মোড়ে মোতায়েন করা হয়েছে।'
জুলাই ঐক্যের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীদের ফিরিয়ে দেওয়া এবং 'ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের ষড়যন্ত্রে'র প্রতিবাদে বুধবার বিকালে 'মার্চ টু হাইকমিশন' কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
এদিন বিকাল ৩টায় রামপুরা ব্রিজ এলাকা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
