রাজধানীর দক্ষিণখানে ইন্টারনেট ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
রাজধানীর দক্ষিণখানে মো. শাজাহান (৪৩) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে দক্ষিণখান থানার নদ্দাপাড়া তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাজাহান উত্তরা আশকোনা এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি জমি ও গাড়ি কেনাবেচা এবং স্থানীয় ডিশ ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়দের তথ্যানুযায়ী, তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ৭ থেকে ৮ জন যুবক শাজাহানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শরীফুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'শাজাহানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এতে রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান।'
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তদন্তের বিষয়ে ওসি আরও জানান, 'আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার করা হলে হত্যার কারণ জানা যাবে।'
