সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ঢাকার সাভারের পৌর এলাকার গেন্ডায় ঢাকা–আরিচা মহাসড়কের সার্ভিস লেনে সড়কের পাশে দাঁড়িয়ে রাখা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে নবীনগরমুখী সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসটিতে কোনো রুটের ব্যানার না থাকায় এবং ঘটনাস্থলে বাসের মালিক বা চালক কাউকে না পাওয়ায় এটি কোন রুটে চলাচল করত, তা জানা যায়নি। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, বাসটি পোশাক কারখানার শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত হতে পারে।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, রাত ১০টা ৩ মিনিটে তারা আগুনের খবর পান। "এরপর দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে পৌঁছে একটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।"
তিনি বলেন, "বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে বাসের চালক, মালিক বা কোনো প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। বাসের গায়েও কোনো ব্যানার ছিল না। ধারণা করা হচ্ছে, এটি পোশাক শ্রমিক পরিবহনের কাজে ব্যবহার হত।"
ঘটনাস্থলে উপস্থিত সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আগুনের কারণ জানা যাবে।"
