ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন
ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা পানি ও বালু দিয়ে বাসের আগুন নিভিয়ে ফেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকায় ভুট্টা মিল সংলগ্ন একটি আঞ্চলিক সড়কের এক পাশে নিরাপদ পরিবহনের বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। রাত ১২টার দিকে ওই বাসের ভেতরের অংশে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানোর পাশাপাশি নিজেরাই পানি ও বালু দিয়ে বাসের আগুন নিভিয়ে ফেলেন।
যোগাযোগ করলে ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার শামসুল হক বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বাসের মালিকপক্ষের দাবি, চালক বাসটি সড়কে পাশে দাঁড় করিয়ে রেখে বাসায় চলে যাওয়ার পর দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করেছে।'
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর বলেন, 'রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বাসটিতে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুতই আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাসের ভেতরের সকল আসন, জানালা পুড়ে গেছে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা সম্ভব হবে।'
