নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যা ৬টায়
আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে প্রচারের উদ্দেশ্যে এই ভাষণ রেকর্ড করা হয়।
ভাষণ রেকর্ড করার পর সব নির্বাচন কমিশনার সিইসির কক্ষে বৈঠকে বসেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন।
ইসি সচিব বলেন, 'আগামীকাল সন্ধ্যা ছয়টায় তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন, সেখানে তফসিল ঘোষণা করা হবে।'
এদিকে সীমানা জটিলতার প্রসঙ্গে জানা যায়, বাগেরহাটের সংসদীয় আসন চারটি ও গাজীপুরে পাঁচটি আসনই থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
উল্লেখ্য, এর আগে বাগেরহাটে সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করা-সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটের বৈধতা নিয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ১০ নভেম্বর হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়।
আসন নিয়ে কোনো জটিলতা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ৩০০ আসনের তফসিল হবে। পরে যদি কোনো কারণবশত সংশোধনের প্রয়োজন হয়, সেটাও নিয়ম অনুযায়ী করা যাবে। কোর্টের অর্ডার এখনো আমরা হাতে পাইনি।'
