সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
গত বছর জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে হত্যা ও গণহারে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ মামলার অপর আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বর্তমানে গ্রেপ্তার আছেন।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১০ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেওয়া হয়।
এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অগ্রগতির বিষয়ে জানান এবং পলাতক আসামিকে হাজিরের জন্য দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চান। পরে ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেন। একইসঙ্গে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
সেদিন পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। তিনি জানান, সপ্তাহে একদিনও পলককে পরিবারের সঙ্গে কথা বলতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ এবং ১৫ দিনে একবার সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না। এ বিষয়ে ট্রাইব্যুনালের অনুমতি চান তিনি।
এর আগে ৪ ডিসেম্বর এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল এবং জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আজকের জন্য শুনানির দিন ধার্য করা হয়। একইদিন সকালে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে জয় ও পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ জমা দেয় প্রসিকিউশন।
প্রসিকিউশন জানিয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তি জারির পরও যদি পলাতক জয় ট্রাইব্যুনালে হাজির না হন, তাহলে তার পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হবে। এরপর তাকে পলাতক ঘোষণা করে অভিযোগ গঠন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
