জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার প্রজাপতি মেলা
প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রজাপতি মেলা। 'উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি' স্লোগানে এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা। আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে প্রজাপতি মেলার ১৫তম আসর।
আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে জাবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন।
অধ্যাপক মনোয়ার জানান, প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবারের প্রজাপতি মেলায় বিশিষ্ট বন্যপ্রাণী বিশারদ এবং সংরক্ষণবিদ, ড. আলী রেজা খান-কে বাটারফ্লাই অ্যাওয়ার্ড দেওয়া হবে।
বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড যৌথভাবে দেওয়া হবে শাহারিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারীকে (শিক্ষার্থী, প্রাণিবিদ্যা বিভাগ, জাবি)। এবারের মেলায় 'বাটারফ্লাইস অফ বাংলাদেশ'- বইয়ের তৃতীয় সংস্করণ উন্মোচিত হবে। বইতে থাকবে ৩৬০টি প্রজাপতির প্রজাতির ছবিসহ, প্রজাপতির বায়োলজির ও শনাক্তকারী জিনভিত্তিক তথ্য।
এছাড়া, প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে থাকবে প্রজাপতি, প্রজাপতি বান্ধব বৃক্ষাদি ও প্রজাপতির প্রজনন ক্ষেত্রসহ উন্মুক্ত বাগান।
তিনি আরও জানান, দিনব্যাপী আয়োজনে থাকছে মেলা উদ্বোধন ও প্রজাপতি বিষয়ক অ্যাওয়ার্ড প্রদান, র্যালি, প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগ্যামি প্যারেড, প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী: প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য): স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীরা এ পর্বে অংশগ্রহণ করতে পারবে। দুটি গ্রুপ থাকবে, 'ক' গ্রুপ: নার্সারি থেকে ৩য় শ্রেণি এবং 'খ' গ্রুপ: ৪র্থ থেকে ৭ম শ্রেণি।
প্রতিযোগীদের মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে। সব শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত, প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি শীর্ষক বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় সব শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে, তবে মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নিবন্ধন করতে হবে।
প্রজাপতি চেনা প্রতিযোগিতায় ছবি দেখে প্রজাপতি শনাক্ত করতে হবে। প্রতিযোগীতায় প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুটি করে দল অংশগ্রহণ করতে পারবে এবং প্রতিটি দলে দুজন শিক্ষার্থী থাকবে।
