চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, তারেক রহমান সার্বক্ষণিক তদারকি করছেন: ডা. জাহিদ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া ২৭ নভেম্বর থেকে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন।'
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে ডা. জাহিদ এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, 'কাজেই বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে উনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে-বিদেশে চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন।'
তিনি বলেন, 'দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্যসহ সারা দেশের মানুষের ন্যায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে উনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা হাসপাতাল, হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সকল কর্তৃপক্ষকে দিয়ে যাচ্ছেন।'
তিনি আরও বলেন, 'আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন, ধৈর্য ধারণ করার জন্য। উনি সার্বক্ষণিকভাবে, বিরামহীনভাবে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কাজেই আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না।'
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। আজকেও ইউকে [যুক্তরাজ্য] থেকে উনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং উনারা দেখবেন। দেখার পরবর্তীতে উনাকে যদি ট্রান্সফারেবল (স্থান্তরযোগ্য) মন হয়, যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, তখনই সেই যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।'
