রাজধানীর চকবাজারে তিনতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর চকবাজারে তিনতলা একটি বাসার তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ বিকেল পৌনে ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চকবাজারে আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, ৪টা ৪২ মিনিটে খবর পাওয়ার পর লালবাগ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে। তারপর আগুনের ভয়াবহতা দেখে হাজারীবাগ ফায়ার স্টেশন, পলাশী ফায়ার স্টেশন এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট সাতটি ইউনিট এখানে আসে। পুরান ঢাকার রাস্তাঘাটের অবস্থান আপনারা জানেন। এই রাস্তায় গাড়ি আনা খুবই কষ্টকর। আমাদের একটি বিশেষ পানিবাহী গাড়ি ঘটনাস্থলেই পৌঁছতে পারেনি। আমরা পানিবাহী গাড়ি থেকে কষ্ট করে লাইন খুলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।
আগুন লাগা ভবনটি অবস্থা সম্পর্কে তিনি বলেন, আমাদের ফায়ার ফাইটাররা ঝুঁকি নিয়ে কাজ করেছে। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আগুন আর বাড়ার সম্ভাবনা নেই।
হতাহত ও আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাইনি। আর আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই বলা যাবে না।
ভবনে কী ধরনের দাহ্য পদার্থ ছিল জানতে চাইলে তিনি বলেন, সবই দাহ্য পদার্থ ছিল। ভবনের ভেতর ডালের গোডাউন, ব্যাগের গোডাউন, প্লাস্টিকের গোডাউন ও ওয়ার্কশপ ছিল।
