খালেদা জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম ঢাকায়
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য চীনের রাষ্ট্রপতির পক্ষ থেকে দেশটির একটি উচ্চপর্যায়ের মেডিকেল টিম আজ (১ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছে।
৫ থেকে ৬ সদস্যের এই দলের বাংলাদেশে আসার বিষয়টি বিএনপির একটি দায়িত্বশীল সূত্র 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে নিশ্চিত করেছে।
এর আগে গত শনিবার (২৯ নভেম্বর) বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছিল।
সূত্রটি জানায়, বন্ধুপ্রতীম কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।
অপর আরও একটি সূত্র জানিয়েছে, চীনের মেডিকেল টিমটি ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে।
উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অবস্থায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।
