একটি রাজনৈতিক দল দেশ ও বিএনপির বিরুদ্ধে চক্রান্তে নেমেছে: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটি রাজনৈতিক দল বিএনপি তথা দেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। তারা দেশি-বিদেশি মদদপুষ্ট হয়ে এদেশের মানুষকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এমনকি তারা ধর্মীয়ভাবে দেশের মানুষকে এবং আমাদের মা-বোনদের বিভ্রান্ত করার অপচেষ্টাও চালাচ্ছে।
রোববার (৩০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, 'আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি গণতন্ত্রের প্রবর্তন না করতেন, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সেই গণতন্ত্রকে লালন না করতেন, তাহলে আজকের মতো নির্বাচনের সম্ভাবনা কখনোই হতো না। শেখ হাসিনা এদেশের মানুষকে এক মিনিটের জন্যও শান্তিতে থাকতে দেননি। গত ১৭ বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কখনো আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি- সেই আন্দোলনের সুফল আমরা দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আমরা ভোটের অধিকার আদায় করেছি, এখন ভোট প্রয়োগ করার সময় এসেছে। আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন- এ আহ্বান থাকবে।'
দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে তিনি যোগ করেন, 'শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ ছিল, শুধু বিএনপির হাতেই বাংলাদেশের গণতন্ত্র , সার্বভৌমত্ব নিরাপদ ছিল।'
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মির্জা আব্বাস বলেন, 'আমার নেত্রী যে গণতন্ত্রের স্বাধীনতা দিয়েছিলেন, সেই গণতন্ত্রকে অপব্যবহার করে আওয়ামী লীগ দুঃশাসন করেছিল গত ১৭ বছর। আর যখন আমরা আবার গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছি- ঠিক সেই সময় আরেকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে।'
খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া জেলখানায় অপচিকিৎসার শিকার হয়ে আজ অসুস্থ। যাকে আজ জাতির সবচেয়ে বেশি প্রয়োজন।'
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'সাম্প্রদায়িক শক্তি যদি মাথা চাড়া দেয় তাহলে ফ্যাসিবাদের চেয়ে তারা ভয়ংকর হবে। এরা ধর্মে ধর্মে বিভেদ তৈরি করে। এ দেশের মানুষ ধর্মমনা হলেও ধর্মান্ধ নয়।'
