ফরিদপুরের সালথায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক, বসতবাড়ি ভাঙচুর–লুটপাট
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজার এলাকায় তিনটি স্থানে এ সংঘর্ষ হয়। এতে আশপাশের অন্তত ২০টি গ্রামের হাজারো মানুষ অংশ নেয়। সংঘর্ষ চলাকালে ২০টির বেশি বসতবাড়ি ভাঙচুর করা হয় এবং একটি খামার থেকে প্রায় ২০টি গবাদিপশুসহ মালামাল লুট করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সালথার গট্টি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধে এর আগেও একাধিক সংঘর্ষ হয়েছে। শনিবার সকালে উভয় পক্ষের হাজারো সমর্থক দেশীয় অস্ত্র—ঢাল, কাতরা, ভেলা, টেটা—নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে সংঘর্ষ বালিয়া বাজার, কাঠিয়ার গট্টি গ্রাম ও বালিয়া গট্টি গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে। গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি, আড়ুয়াকান্দি, ঝুনাখালি, মেম্বার গট্টি, ভাবুকদিয়া, সিংহপ্রতাব, গট্টি, কানুইর, দিয়াপাড়া, জয়ঝাপ, আগুলদিয়া, মোড়হাটসহ অন্তত ২০ গ্রামের মানুষ এতে অংশ নেয়। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে নারী ও শিশুদের নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা যায়।
সংঘর্ষে অন্তত শতাধিক ব্যক্তি আহত হন, যাদের মধ্যে প্রায় ৫০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, "সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘ চেষ্টা শেষে বেলা পৌনে ১২টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকাকে শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
