পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদি আরবসহ ৭ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন স্থগিত
পোস্টাল ব্যালট পেপার পাঠানোর জন্য পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার সাতটি দেশে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া ডাকযোগে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) 'আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)' প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তথ্য বিবরণীতে জানানো হয়, 'পোস্টাল ভোট বিডি' [Postal Vote BD] অ্যাপে নিবন্ধনের সময় পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ না করায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গত ১৮ নভেম্বর 'পোস্টাল ভোট বিডি' নিবন্ধন অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এর পরের দিন থেকেই পুরোদমে নিবন্ধন কার্যক্রম শুরু হয়।
প্রকল্পের তথ্য অনুযায়ী, প্রায় ১৫০টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা একসঙ্গে এই নিবন্ধনের সুযোগ পেয়েছেন। কার্যক্রম শুরুর পর থেকে বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৪০ হাজার ৫১২ জন প্রবাসী বাংলাদেশি সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন। ঘোষিত সময়সীমা অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে।
